Sunday, November 16, 2025

রত্নাকে পাশে নিয়েই দলীয় বৈঠকে পার্থ, শীর্ষ নেতৃত্বের গুড বুকে শোভন-জায়া

Date:

Share post:

কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের ১৩১ নম্বর ওয়ার্ডে বসেই শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়ের প্রশংসায় ফের একবার পঞ্চমুখ তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। করোনা মোকাবিলায় লকডাউন পর্বে মানুষের জন্য রাজ্য সরকার যে পদক্ষেপ ও প্রয়াস নিয়েছে, সেই পরিসংখ্যান তুলে ধরতে গিয়ে রত্নার চট্টোপাধ্যায়ের কাজের উদাহরণ তুলে ধরেন পার্থ চট্টোপাধ্যায়। দলের বৈঠকে রত্নাকে পাশে বসিয়েই তাঁর করোনা ও আমফান মোকাবিলায় কাজের খতিয়ান তুলে ধরেন পার্থ। রত্না কাউন্সিলর না হওয়া সত্ত্বেও যে দায়িত্ব তাঁকে দেওয়া সেটা তিনি করে গিয়েছেন। যা নজর কেড়েছে শীর্ষ নেতৃত্বের।

ওয়ার্ডের সাধারণ গরিব মানুষ থেকে শুরু করে তাঁদের অঞ্চলে আটকে থাকা ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের
কাছে পর্যাপ্ত চাল, ডাল, নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছেন রত্না। শুধু তাই নয়, রান্নার জ্বালানি যাঁদের কাছে ছিল না, এমন মানুষের পাশে দাঁড়াতে রান্না করে পর্যন্ত খাইয়েছেন রত্নাদেবী। এমনই হাতে গরম তথ্য তুলে ধরার পাশাপাশি প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ভূমিকার কড়া সমালোচনা করেন পার্থ।

তাঁর কথায়, “আমাদের দল থেকে ১৩১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর, এখন তিনি কোন দলে আছেন, কেউ জানেন না। তিনি এলাকায় আসেনও না, কিছু করেনও না । তাঁর সব কাজ তাই এতদিন ধরে কঠোর পরিশ্রম করে সামলাচ্ছে।”

প্রসঙ্গত, শোভন দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর ১৩১ ওয়ার্ডের দায়িত্ব রত্না চট্টোপাধ্যায়কেই দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে ওয়ার্ডের যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন রত্না। তিনি যে শীর্ষ নেতৃত্বের গুড বুকে রয়েছেন, সেটা তৃণমূল মহাসচিব রত্নাকে পাশে বসিয়ে নিজের বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দেন।

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...