Sunday, November 9, 2025

করোনা’র ‘ভালো’ দিক !

Date:

Share post:

সুপর্ণা দে : করোনা সারা বিশ্বে অতিমারির চেহারা নিলেও এই ভাইরাসের সব কিছুই যে ‘খারাপ’, এমন নয়৷ প্রোডাক্টিভ একটা দিকও দেখা যাচ্ছে৷

করোনা-কারনে বাংলা ভাষায় গটগট করে ঢুকে পড়েছে নতুন কিছু শব্দ৷ এবং এটা নিশ্চিত আগামী বাংলা সাহিত্যেও পা রাখবে এই শব্দগুলি৷

কিছুদিন আগেও অনেকেই অভ্যস্ত ছিলাম না কোয়ারেন্টাইন, আইসোলেশন, স্যানিটাইজার, মাস্ক, কো-মরবিডিটি, কন্টেনমেন্ট ইত্যাদি একাধিক শব্দে৷ এখন আমরা বেশ সড়গড়৷ এসব শব্দের ব্যবহার করাও শুরু হয়েছে নানা ক্ষেত্রেই৷ হয়তো বাংলা ভাষার অঙ্গও হয়ে যাবে কিছুদিনের মধ্যে ৷ আবার এই সব খটোমটো ইংরেজি শব্দের বাংলাও করে নিয়েছন অনেকে নিজেদের মতো করে৷ যেমন কোয়ারেন্টাইনকে কেউ কেউ ‘নিভৃতাবাস’ বলছেন৷

দুনিয়ার বেশিরভাগ মানুষই নিরাপদ থাকতে নিজেদের ঘরবন্দি রেখেছেন। কেউ রয়েছেন ‘কোয়ারেন্টাইনে’, আবার কেউ ‘আইসোলেশনে’। কিন্তু কী এই কোয়ারেন্টাইন? কীই বা আইসোলেশন? কেনই বা ১৪ দিন থাকতে হয় কোয়ারেন্টাইনে? আর এই কোয়ারেন্টাইন শব্দটি বা এল কোথা থেকে? প্রশ্ন যখন রয়েছে,তখন এর উত্তরও রয়েছে অবশ্যই।

◾কোয়ারেন্টাইন শব্দটি কীভাবে এলো?

ইউরোপে ১৪ শতকে ব্ল্যাক ডেথ প্রায় মহামারির আকার ধারণ করে। সেই সময় ভেনিস সরকার একটি নিয়ম জারি করে। তা হল, বন্দরে কোনও জাহাজ আসার পর যাত্রী নামানোর আগে সেটাকে সমুদ্রে ৪০ দিন নোঙর করে রাখতে হবে। এই ৪০ সংখ্যাটিকে ইতালির ভাষায় ‘কোয়ারানতা’ বলা হয়। এই অপেক্ষার সময়টিকে তারা বলতো কোয়ারান-তিনো। আর তা থেকেই এসেছে কোয়ারেন্টাইন।

◾কোয়ারেন্টাইন ও আইসোলেশন কী?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আপাততভাবে সু্স্থ হওয়া মানুষের কোয়ারেন্টাইন। যেমন, যেসব ব্যক্তিকে দেখে সুস্থ মনে হয়, কিন্তু সে সুস্থ হতে আবার নাও পারে। তার মধ্যে হয়তো জীবাণু আছে কিন্তু রোগের কোনও উপসর্গ নেই। এমন ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়।

আইসোলেশন হচ্ছে, কোনও মানুষের মধ্যে যখন জীবাণুর উপস্থিতি ধরা পড়বে বা ধরা না পড়লেও তার মধ্যে উপসর্গ থাকবে তখন তাকে আলাদা করে যে চিকিৎসার ব্যবস্থা করা হবে তাকে বলা হয় আইসোলেশন।

অর্থাৎ, আইসোলেশন অসুস্থ ব্যক্তিদের জন্য আর কোয়ারেন্টাইন সুস্থ বা আপাত সুস্থ ব্যক্তিদের জন্য।

তবে গোটা পৃথিবীতে কোয়ারেন্টাইন ও আইসোলেশনের এই সংজ্ঞা এক নাও হতে পারে।

◾কেন ১৪ দিন থাকতে হয় কোয়ারেন্টাইনে?

যে রোগের জন্য কোয়ারন্টাইন বা আইসোলেশনে রাখা হয় সেই রোগের জীবাণুর সুপ্তকাল কত দিন তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ওই রোগের জন্য মানুষকে কতদিন কোয়ারেন্টাইন বা আইসোলেশনে রাখা হবে।

কোভিডের ক্ষেত্রে এই ভাইরাসটির সুপ্তকাল ১৪ দিন। অর্থাৎ ১৪ দিন পর্যন্ত কেউ কোয়ারেন্টাইনে থাকলে যদি তার শরীরে জীবাণু থাকে তাহলে এই সময়কালের মধ্যে তার উপসর্গ দেখা দেবে।

বিশেষজ্ঞদের মতে, কোয়ারেন্টাইনে রাখা অবস্থায় যদি কারো উপসর্গ দেখা দেয় তাহলে তাকে আইসোলেশনে নিয়ে যেতে হবে। কিন্তু আইসোলেশনে কতদিন রাখা হবে তার কোন নির্দিষ্ট সময় নেই। যতদিন না রোগী পুরোপুরি সেরে উঠছেন ততদিন পর্যন্ত তাকে আইসোলেশনেই থাকতে হবে।

এতো গেলো কোয়ারেন্টাইন বা আইসোলেশন কী বা কেন ? এটাও মাথায় রাখা দরকার এই শব্দগুলির অর্থ এখন সবাই জানেন৷ প্রয়োগও করছেন৷ এক্ষেত্রে সাক্ষর-নিরক্ষরে ভেদ নেই৷ করোনার ‘ভালো’ দিক তো এটাই !

spot_img

Related articles

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...