Saturday, November 15, 2025

করোনায় মৃতের দেহ কবরে ছুড়ে ফেলার ঘটনায় তোলপাড় দেশ

Date:

কোভিডে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিকে ছুড়ে ফেলা হচ্ছে কবরের মধ্যে। আর এই কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা নিজেই। পালন করা হচ্ছে না দেহ সৎকারের কোন নিয়মই। এবার এমনই এক অমানবিক ভিডিও সামনে এসেছে। আর ভিডিও সামনে আসতেই স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।

ঘটনা পুদুচেরির। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোভিডে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দেহ স্ট্রেচারে করে চার স্বাস্থ্যকর্মী নিয়ে যাচ্ছে কবরের কাছে। এরপরেই মৃতদেহটিকে ছুড়ে ফেলা হল কবরের ওপর। দেহটি মাটিতে পড়ার পর গড়াতে গড়াতে গিয়ে পড়ে কবরের মধ্যে। এরপর তাদেরই কোনও এক কর্মী বাকি স্বাস্থ্যকর্মীদের থাম্বসআপ দেখিয়ে কাজের প্রশংসা জানাচ্ছেন। শুধু এই সবই নয় ভিডিওটিতে আরও দেখা গিয়েছে, মৃতদেহ সৎকারের সময় পালন করা হচ্ছে না কোনও নিয়ম। যেমন, কোনও কোভিড রোগীর মৃত্যু হলে একটি বিশেষ ব্যাগে ভরে তাকে কবর দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে একটি সাদা কাপড় মুরে মৃতদেহটিকে কবরের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আর স্বাস্থ্যকর্মীদের শরীরে রয়েছে সাধারণ পিপিই। এতে রয়েছে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা।

জানা গিয়েছে, মৃতদেহটি চেন্নাইয়ের এক ব্যক্তির। পুদুচেরিতে আসার পরে আক্রান্ত হন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর।

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়, দেহ সৎকারের দায়িত্ব ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের দেওয়া হয়েছিল। যদিও তাদের তরফে এই দাবি অস্বীকার করা হয়েছে।

পুদুচেরির কালেক্টর অরুণ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে বলেন, “আমি এই বিষয়ে স্বাস্থ্য দফতরকে একটি মেমো পাঠিয়েছি। এই ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার তদন্ত হবে। দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।” পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরন বেদীও এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন।

Related articles

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...

চতুর্থ বিবাহবার্ষিকীতে কন্যা সন্তানের বাবা-মা রাজকুমার-পত্রলেখা, শুভেচ্ছা বলিউডের

শনিবারে সকালে এল সুখবর। বলিউডে রাজকন্যার আগমনের খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao) এবং...

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...
Exit mobile version