Saturday, May 10, 2025

কোভিডে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিকে ছুড়ে ফেলা হচ্ছে কবরের মধ্যে। আর এই কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা নিজেই। পালন করা হচ্ছে না দেহ সৎকারের কোন নিয়মই। এবার এমনই এক অমানবিক ভিডিও সামনে এসেছে। আর ভিডিও সামনে আসতেই স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।

ঘটনা পুদুচেরির। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোভিডে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দেহ স্ট্রেচারে করে চার স্বাস্থ্যকর্মী নিয়ে যাচ্ছে কবরের কাছে। এরপরেই মৃতদেহটিকে ছুড়ে ফেলা হল কবরের ওপর। দেহটি মাটিতে পড়ার পর গড়াতে গড়াতে গিয়ে পড়ে কবরের মধ্যে। এরপর তাদেরই কোনও এক কর্মী বাকি স্বাস্থ্যকর্মীদের থাম্বসআপ দেখিয়ে কাজের প্রশংসা জানাচ্ছেন। শুধু এই সবই নয় ভিডিওটিতে আরও দেখা গিয়েছে, মৃতদেহ সৎকারের সময় পালন করা হচ্ছে না কোনও নিয়ম। যেমন, কোনও কোভিড রোগীর মৃত্যু হলে একটি বিশেষ ব্যাগে ভরে তাকে কবর দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে একটি সাদা কাপড় মুরে মৃতদেহটিকে কবরের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আর স্বাস্থ্যকর্মীদের শরীরে রয়েছে সাধারণ পিপিই। এতে রয়েছে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা।

জানা গিয়েছে, মৃতদেহটি চেন্নাইয়ের এক ব্যক্তির। পুদুচেরিতে আসার পরে আক্রান্ত হন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর।

স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়, দেহ সৎকারের দায়িত্ব ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের দেওয়া হয়েছিল। যদিও তাদের তরফে এই দাবি অস্বীকার করা হয়েছে।

পুদুচেরির কালেক্টর অরুণ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে বলেন, “আমি এই বিষয়ে স্বাস্থ্য দফতরকে একটি মেমো পাঠিয়েছি। এই ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার তদন্ত হবে। দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।” পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরন বেদীও এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন।

Related articles

কাশ্মীর থেকে রাজস্থান, ২৬ জায়গায় পাক হামলা! পঞ্জাবে আহত ৩

রাত বাড়তেই ভারতের সীমান্তবর্তী একের পর এক জায়গায় হামলার চেষ্টা পাকিস্তানের। পাকিস্তানের ড্রোন হামলায় পঞ্জাবারে ফিরোজপুরে একই পরিবারের...

IMF-এর ঋণ জঙ্গি কার্যকলাপে ব্যবহার! পাকিস্তানকে সাহায্যের বিরোধিতা ভারতের

আন্তর্জাতিক সংস্থা থেকে দেশের উন্নয়নে যে অর্থ সাহায্য করা হয় তা পাকিস্তান রাষ্ট্রপরিচালিত সন্ত্রাসবাদের (cross border terrorism) পিছনে...

পাকিস্তান উপাসনার স্থানেই আঘাত করছে: উদাহরণ পেশ বিদেশ মন্ত্রকের

পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগামে নির্দিষ্ট ধর্মীয় ক্ষেত্রে আঘাত করেছিল, যা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙার একটি ব্যর্থ চেষ্টা বলে...

ভারত-পাক উত্তেজনায় কলকাতা বিমানবন্দরে হাই-অ্যালার্ট! বাতিল ছুটি, চলছে কড়া নজরদারি 

পহেলগামে জঙ্গিহামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টা অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এমন...
Exit mobile version