পরিযায়ী শ্রমিকদের নিয়ে দেশের সেলেবদের উদাসীনতাকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। নিজের টুইটার হ্যান্ডেল তিনি লিখেন, “এটা বলতে খারাপ লাগছে কিন্তু এটাই সত্যি যে কৃষ্ণাঙ্গ হত্যা বা হাতির মৃত্যু নিয়ে সরব ভারতের সেলিব্রিটিরা। এই দুটো বিষয় আমার যথেষ্ট সহানুভূতি রয়েছে। কিন্তু হাজার হাজার পরিযায়ী শ্রমিক যে হেঁটে ফিরছেন তা নিয়ে তাদের কোন মন্তব্য, প্রতিবাদ বা হ্যাশট্যাগ চোখে পড়ল না”।

M sorry but I just had to post this 🙏🏻 pic.twitter.com/IAXTin8lhO
— Dev (@idevadhikari) June 5, 2020
দেব স্পষ্ট জানান, পায়ে হেঁটে এক রাজ্য থেকে আরেক রাজ্যে চলেছেন পরিযায়ী শ্রমিকরা। গরমের মধ্যে খালি পায়ে হাঁটছেন। অনেক সময় পায়ে প্লাস্টিকের বোতল বেঁধে হেঁটে চলেছেন। রেললাইনে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তাঁদের দেহ। এটা গুরুত্বপূর্ণ নয়? তাঁদের জীবনের কোনও দাম নেই? প্রশ্ন তুলেছেন ঘাটালের সংসদ।
এর আগেও রাজনীতির ঊর্ধ্বে উঠে বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে দেবকে। নিজের লোকসভা কেন্দ্রেও করোনা মোকাবিলায় স্থানীয়দের পাশে দাঁড়িয়েছেন তিনি। এলাকায় যাচ্ছেন না বলে যখন সমালোচনা হয়েছে, তখন সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন- তিনি গেলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না; তাই দূর থেকেই কাজ করছেন। এবার সেলেবদের নিয়ে তাঁর বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সকলে।
