Saturday, November 22, 2025

সোমবার সকালে অনভিপ্রেত ঘটনা ঘটল লেকটাউনে। আহত এক কর্মীকে দেখতে লেকটাউনে এসেছিলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। সব্যসাচীর অভিযোগ, তিনি গাড়ি থেকে নামতেই  কোনওরকম কারণ ছাড়াই স্থানীয় তৃণমূল কর্মীরা আমাকে ঘিরে ধরে। শারীরিকভাবে হেনস্থা করে। নিরাপত্তাকর্মীরা বাধা দিয়েও শেষরক্ষা হয়নি। আমাকে ঠেলে দেওয়া হয়। গাড়ির উপর হামলা হয়। এরপর সব্যসাচী বাধ্য হয়ে গাড়িতে উঠে এলাকা ছাড়েন। তাঁর একজন নিরাপত্তারক্ষী রাস্তায় উঠতে না পারায় হামলাকারীদের রোষের মুখে পড়েন। তাঁকে মারধর করা হয়। প্রাণ বাঁচাতে তিনি ছুটতে শুরু করেন। এরপরে লেকটাউন থানায় ডায়েরি করতে গেলে গাড়ি থেকে নামার সময় আহত হন তার এক কর্মী। আরএক নিরাপত্তারক্ষী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।  এরপর সব্যসাচী থানায় ডায়েরি করতে গেলে সেখানেও বিজেপি ও তৃণমূল সমর্থকরা থানা ঘিরে নেয়। উত্তেজনা ছড়ায়। প্রায় দু’ঘণ্টা ধরে চলে দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ। লেকটাউন থানার পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করে সেখানে। এখন ওই এলাকা থমথমে। তৃণমূল জানিয়েছে সব্যসাচীর সব অভিযোগ মনগড়া। গোষ্ঠী কোন্দলে তিনি আক্রান্ত হন।

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...
Exit mobile version