সুখবর ঘোষণা রাজ্যের। বেতন বাড়ছে জুনিয়র ডাক্তারদের। এতদিন ইন্টার্ন চিকিৎসকরা পেতেন ২৩ হাজার ৬২৫ টাকা, সেটা বাড়িয়ে করা হল ২৮ হাজার ৫০ টাকা। মাসে ৪৪২৫ টাকা করে বাড়ল তাঁদের প্রাপ্য। আজ সোমবার, বিকেলে নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

চন্দ্রিমা বলেন, “রাজ্যের করোনা পরিস্থিতিতে প্রথম সারিতে দাঁড়িয়ে যেভাবে অকুতোভয় লড়েছেন জুনিয়র চিকিৎসকরা, তারই প্রাপ্য স্বরূপ তাঁদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই স্বীকৃতিতে উৎসাহ বাড়বে তাঁদের।”
