Monday, August 25, 2025

চড়া রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা যাত্রীদের,বাস-ভোগান্তি কমেনি বরং বেড়েছে

Date:

 

চন্দন বন্দ্যোপাধ্যায়

আজ থেকে খুলে গিয়েছে অধিকাংশ অফিস। খুলছে শপিং মল, রেস্তোরাঁ, হোটেল। ফলে স্বাভাবিক ভাবেই পথে নেমেছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে প্রায় ২ হাজার বাস রাস্তায় নামবে বলে জানিয়েছিল বেসরকারি বাস সংগঠন। কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে । শহরের বিভিন্ন প্রান্তের ছবি দেখেই মালুম পাওয়া গেল বাস-ভোগান্তি কমেনি, বরং বেড়েছে। চড়া রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে না পেরে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা ।
ব্যারাকপুরে ভিড়ে ঠাসা মিনিবাস। করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব-বিধি শিকেয়। হাতেগোনা সরকারি বাসে দাঁড়িয়েও যাচ্ছেন যাত্রীরা।
সোদপুর মোড়। সকাল ৯ টাতেও বাস পেতে ভোগান্তি। রাস্তায় হাপিত্যেশ অপেক্ষা। বাসের সংখ্যা কম থাকায়, সামাজিক দূরত্ব-বিধি মানা সম্ভব হচ্ছে না বলে দাবি করেছেন যাত্রীরা ।
আনলক ওয়ানের পর কেটে গিয়েছে একটা সপ্তাহ। সোমবারও কামারহাটি মোড়ে বাসের জন্য প্রায় এক কিলোমিটার লম্বা লাইন। কয়েক হাজার যাত্রী ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছেন না। কয়েকটি রুটের বেসরকারি বাস চললেও, যাত্রী ভোগান্তি অব্যাহত।
ডানলপ মোড়ের বাস স্ট্যান্ডে সামাজিক দূরত্ব না মেনেই আজও লম্বা লাইন যাত্রীদের। এখানেও অপেক্ষা করছেন হাজার দুয়েক যাত্রী । কয়েকটি বেসরকারি বাসের দেখা মিললেও সরকারি বাস রাস্তা থেকে ভ্যানিশ।
ফলে ব্যারাকপুর থেকে সিঁড়ির মোড়, সর্বত্র অফিস যাত্রীদের ভিড়। পর্যাপ্ত বাস নেই বলে ক্ষুব্ধ যাত্রীরা মাঝেমধ্যেই বচসায় জড়িয়ে পড়েছেন বিটিরোডের যান নিয়ন্ত্রণে ব্যস্ত পুলিশ কর্মীদের সঙ্গে । বেশ কয়েকটি রুটের বাসে ভিড় থাকলেও আবার কয়েকটি বাসে যাত্রীর সংখ্যা হাতেগোনা। সবারই এক মত, ট্রেন না চলা পর্যন্ত এই দুর্ভোগ চলতেই থাকবে ।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version