Monday, August 25, 2025

সচিনের শততম আন্তর্জাতিক শতরান আটকে খুনের হুমকি পেয়েছিলেন টিম ব্রেসনান!

Date:

জানেন কি ? ২০১১ সালে টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফরে
খুনের হুমকি দেওয়া হয়েছিল টিম ব্রেসনানকে। তাঁর অপরাধ ছিল সচিনকে আউট করেছিলেন ।
ঘটনাটি পুরো জানলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে যাবে । আসলে সেদিন তেন্ডুলকরকে সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরিয়ে দেওয়ার অপরাধেই ব্রিটিশ পেসারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। নিশ্চয়ই ভাবছেন সচিনের সেই সেঞ্চুরির নেপথ্যে কী ছিল যে কারণে শেষপর্যন্ত খুনের হুমকি দেওয়া হয়েছিল । আসলে ব্রিটিশ পেসার সেদিন যেমন তেমন সেঞ্চুরি থেকে মাস্টার ব্লাস্টার কে আটকান নি, সেদিন তিন অঙ্কে পৌঁছাতে পারলে সেটিই হতো মাস্টার ব্লাস্টারের শততম আন্তর্জাতিক শতরান।
২০১১ সালের ইংল্যান্ড সফরের ওভাল টেস্টে ৯১ রানের মাথায় সচিনকে এলবিডব্লিউ করেছিলেন ব্রেসনান। শততম আন্তর্জাতিক সেঞ্চুরি থেকে সচিনকে আটকানো মোটেও ভালো চোখে দেখেননি ভারতীয় সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় ইংল্যান্ডের পেসারকে খুনের হুমকি দেন সচিন অনুরাগীরা।
শুধু ব্রেসনানকেই নয়, খুনের হুমকি দিয়ে রীতিমতো চিঠি পাঠানো হয়েছিল আম্পায়ার রড টাকারকেও, যিনি তেন্ডুলকরকে লেগ স্টাম্পে যাওয়া বলে লেগ বিফোর দিয়েছিলেন। পরে যখন ব্রেসনানের সঙ্গে দেখা হয় টাকারের, অজি আম্পায়ার ব্রিটিশ পেসারকে জানান, তাঁকে বাড়িতে রীতিমতো পুলিশ প্রহরা বসাতে হয়েছিল।
ওভালে ব্যক্তিগত ৯১ রানের মাথায় সচিনকে যে বলটিতে এলবিডব্লুিউ দেওয়া হয়েছিল, তা লেগ-স্টাম্পে লাগত বলেই ধারণা করেছিলেন আম্পায়ার। সেই সময় ভারতীয় বোর্ডের অনীহায় রিভিউ ব্যাবহৃত হয়নি সিরিজে। যদিও ডিআরএস নিলেও সম্ভবত সচিনকে মাঠ ছাড়তে হতো সেদিন।
স্মৃতিচারণ করতে গিয়ে ব্রেসনান জানিয়েছেন, আজও তিনি সেই পরিস্থিতি ভুলতে পারেননি। একজন ক্রিকেটারের জনপ্রিয়তা কোন পর্যায়ে পৌঁছালে এমন পরিস্থিতি তৈরি হয়, তা মনে করাতেই ব্রিটিশ পেসারের এই বক্তব্যে সায় দিয়েছেন সেদিনের আম্পায়ারও।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version