কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রায় ৪৫ মিনিট ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে তিনি গালভরা কথা বলে বর্ণনা করলেন। বললেন, এমন কিছু কথা বলে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী, যার কোনও ভিত্তি নেই। অমিত শাহ এখন তৃণমূলের এক্সিটের স্বপ্ন দেখছেন। উনি স্বপ্ন দেখুন। আর বাংলার মানুষ যাঁকে নিয়ে স্বপ্ন দেখার দেখে যাচ্ছেন, বললেন তৃণমূল যুব সভাপতি।
