Thursday, December 18, 2025

করোনা : কলকাতা -সহ রাজ্যের ৩ পুর এলাকায় আসছে কেন্দ্রীয় টিম

Date:

Share post:

করোনা সংক্রমণ তীব্র হয়েছে এমন ৫০ পুরসভার হাল-হকিকত দেখতে এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে এবার যাচ্ছে কেন্দ্রের নিজস্ব দল৷ করোনা তাণ্ডবে উদ্বেগজনক অবস্থায় থাকা কলকাতা- সহ বাংলার ৩ পুর এলাকাতেও আসছে কেন্দ্রীয় টিম৷

কেন্দ্রীয় এই টিমের পরামর্শে অতি স্পর্শকাতর এলাকাগুলিতে সংক্রমিতদের চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের বেডের অপ্রতুলতা, ভাইরাসের কারণে মৃত্যুর হার বৃদ্ধি ও দ্রুত সংক্রমণ ছড়িয়ে পরার মতো সমস্যাগুলির সমাধান করা সম্ভব হবে বলে কেন্দ্রের ধারনা৷

করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনা বেশি, এরকম ১৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫০টি জেলা ও পুরসভায় কেন্দ্রীয় দল পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ মূলত, রাজ্য সরকারগুলিকে প্রযুক্তিগত সহায়তা দেবে এবং পরিস্থিতি মোকাবিলায় এই দলগুলি সাহায্য করবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মঙ্গলবার জানিয়েছে :

◾মহারাষ্ট্রে ৭টি জেলা ও পুরসভা

◾তেলেঙ্গানায় ৪টি

◾তামিলনাড়ুতে ৭টি

◾রাজস্থান, মধ্যপ্রদেশ ও ওডিশায় ৫টি,

◾অসমে ৬টি,

◾হরিয়ানা, কর্ণাটক, বিহার ও উত্তরপ্রদেশে ৪টি,

◾পশ্চিমবঙ্গ,গুজরাট, উত্তরাখন্ড ও দিল্লির ৩টি পুরসভায় এই দলগুলি পাঠানো হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রক বলেছে :

🔴 ৩ সদস্যের এই দলে ২ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বা মহামারি বিশেষজ্ঞ থাকবেন এবং একজন অভিজ্ঞ যুগ্ম সচিব পর্যায়ের নোডাল অফিসার থাকবেন।

🔴 নমুনা পরীক্ষা-সহ সংক্রমিতদের চিকিৎসা এর ফলে আরও ভালোভাবে হবে।

🔴 কেন্দ্রীয় দল রাজ্যগুলিতে নমুনা পরীক্ষার সুযোগ বৃদ্ধি ও জনসাধারণের মধ্যে সংক্রমণ কতটা ছড়িয়েছে সেই সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখার কাজেও সাহায্য করবে।

🔴 রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে সহায়তা করার জন্য এই দলগুলি তৃণমূল স্তরেই কাজ করবে৷

🔴 স্বাস্থ্য কেন্দ্রগুলি ঘুরে দেখবে এবং সংশ্লিষ্ট জেলা ও শহরে যথাযথ চিকিৎসার বিষয়টি নিশ্চিত করবে।

🔴 সংশ্লিষ্ট জেলা ও পুরসভাগুলিকে এই কেন্দ্রীয় দলের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলতে বলা হয়েছে।

🔴 এর ফলে তৃণমূল স্তরে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও যথাযথ পদক্ষেপ করা সম্ভব হবে৷

🔴 রাজ্য প্রশাসনের সঙ্গে কেন্দ্রীয় দল যোগাযোগ রেখে চলবে৷

🔴 পারস্পরিক মত-বিনিময় করেই নজরদারি ব্যবস্থা জোরদার করবে৷

🔴 আগামী ২ মাসে এই সংক্রমণের চিকিৎসার বিষয়ে যে ঘাটতি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলির সমাধানে এই কেন্দ্রীয় দল সাহায্য করবে।

🔴 কেন্দ্রীয় দলের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখার জন্য জেলা ও পুরসভাগুলিকে চিকিৎসক ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে কোর দল তৈরি করার কথাও বলা হয়েছে৷

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...