জনতার পাশে থাকার ভাল উদ্যোগ, ভরতুকিতে টোটো পরিষেবার ব‍্যবস্থা সিপিএমের

দুর্দিনে মানুষের পাশে থাকার বার্তা দিতে অন্যরকম উদ্যোগ সিপিএমের। করোনা আবহে পথে বাস, অটো কম থাকায় প্রবল সমস‍্যায় পড়া অফিসযাত্রীদের সাহায্যার্থে এগিয়ে এলেন সিপিএমের হাওড়া জেলার নেতা কর্মীরা। নিজেরাই ভরতুকি দিয়ে অফিসযাত্রীদের জন‍্য টোটোর ব‍্যবস্থা করেছেন তাঁরা। সামাজিক দূরত্ববিধি মেনে প্রতি টোটোতে মাত্র দুজন যাত্রী নেওয়া হচ্ছে। টোটোয় বসার পর যাত্রীদের হাতে স‍্যানিটাইজার দিচ্ছেন বাম স্বেচ্ছাসেবকরা। বেলুড় বাজার থেকে হাওড়া স্টেশন পর্যন্ত দশ টাকায় এই টোটো পরিষেবা দেওয়া হচ্ছে। এমনিতেই হাওড়ায় যথেষ্ট হারে ছড়িয়েছে করোনা সংক্রমণ। তার মধ‍্যে কর্মস্থলে যেতে হচ্ছে মানুষকে। অথচ যানবাহন অপ্রতুল। এই পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে ব‍্যতিক্রমী ও ভাল সামাজিক উদ্যোগ নিলেন সিপিএমের হাওড়ার নেতা কর্মীরা।

Previous articleজমা পড়ল প্রস্তাবিত বাস ভাড়া, সর্বনিম্ন ১০ টাকা সর্বোচ্চ ২৫ টাকা
Next article‘কর্মভূমি’, কর্মহারাদের জন্য রাজ্যে নতুন প্রকল্পের সূচনা