দেশজুড়ে সাংবাদিক হেনস্থার প্রতিবাদে এডিটর্স গিল্ড, প্রশ্নে পুলিশের ভূমিকা

বিনোদ দুয়া

দেশের বেশ কিছু রাজ্যে সাংবাদিকরা পুলিশি হয়রানি, হেনস্থা, জুলুমের শিকার হচ্ছেন বলে গুরুতর অভিযোগ তুলেছে এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া।

গিল্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, তুচ্ছ অভিযোগে সাংবাদিকদের বিরুদ্ধে FIR পর্যন্ত রুজু করা হচ্ছে। এ প্রসঙ্গে সাংবাদিক বিনোদ দুয়ার বিরুদ্ধে দিল্লি পুলিশের FIR- এর প্রসঙ্গ তুলেছে গিল্ড৷ নবীন কুমার নামে
জনৈকের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করা হয় দুয়ার বিরুদ্ধে। পরে জানা গিয়েছে, ওই নবীন কুমার নিজে বিজেপির একজন মুখপাত্র। গিল্ডের বক্তব্য, এই FIR বিনোদের বাক্‌-স্বাধীনতার উপরে নির্লজ্জ এক আক্রমণ। গিল্ডের বক্তব্য, এ ধরনের অভিযোগ আনা হেনস্থার সামিল। এ ভাবে FIR দায়ের হওয়া শুরু হওয়ায়,এমন এক পদ্ধতির সূচনা হচ্ছে, যা কার্যত শাস্তি। পুলিশের এই ধরনের কাজের তীব্র প্রতিবাদ করেছে গিল্ড। পুলিশকে অনুরোধ করা হয়েছে, সংবিধান প্রদত্ত স্বাধীনতাকে তারা যেন সম্মান করেন।

Previous articleকরোনা আক্রান্ত পাকিস্তানের রেলমন্ত্রী
Next articleহাসপাতাল ফিরিয়ে দেওয়ায় চিকিৎসা চেয়ে কোর্টে করোনা আক্রান্ত বৃদ্ধ, শুনানির আগেই মৃত্যু