জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার করোনা। ফলে তাঁকে নেওয়ার জন্য মন্ত্রিসভায় যে রদবদল শোনা যাচ্ছিল, তা অথৈ জলে। এই রদবদলে বাংলা থেকে একজন পূর্ণমন্ত্রী ও একজন রাষ্ট্রমন্ত্রী হওয়ার কথা। কিন্তু সিন্ধিয়া সুস্থ না হওয়া পর্যন্ত গল্প বন্ধ। একটি মহল থেকে রোজই রদবদলের কাহিনি চর্চিত হচ্ছিল। রদবদল হবে ঠিকই। তবে এখনই নয়। এই রদবদলে মুকুল রায় মন্ত্রী হচ্ছেন বলে জোর খবর। মূলত কয়লামন্ত্রী বলে জল্পনা। বিজেপির রেকর্ড বলছে কোনো রাজ্যে বিধানসভা ভোট এলে তারা গুরুত্ব দেয়। তাই এতকাল উপেক্ষিত রাখলেও এখন জল্পনা বাড়ছে। বিহার ও পশ্চিমবঙ্গে গুরুত্ব দিতে চলেছে বিজেপি।
