দিলীপের সৌজন্যে জ্যোতির্ময়ীর হাতে গেরুয়া পতাকা

খবরটি প্রথম প্রকাশ্যে এনেছিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। খবর ছিল, প্রাক্তন বাম সংসদ ও বিশিষ্ট ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী সিকদার বিজেপিতে যোগ দিতে চলেছেন। মঙ্গলবার অমিত শাহর ভার্চুয়াল সভার পরে রাজ্য সদর দফতর মুরলীধর সেন লেনের অফিসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপি পতাকা তুলে নিলেন জ্যোতির্ময়ী। কৃষ্ণনগরের প্রাক্তন এই বাম সাংসদ প্রয়াত তাপস পালের কাছে হেরে যাওয়ার পর ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২০১৬ সালে বিধানসভা ভোটে। কিন্তু নির্বাচনে হেরে যাওয়ার প্রায় বছর তিনেক পরে গত বছর জুন মাসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আর দল বদলের এক বছরের মধ্যেই ফের দলবদল, এবার বিজেপি। বিজেপিতে যোগ দিয়ে জ্যোতির্ময়ী বললেন, নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ,’ এই আন্দোলনের শরিক হতে চান। আর খেলা নিয়ে যদি দল তাঁকে কোনওরকম কাজে লাগায়, তাহলে তিনি ঝাঁপিয়ে পড়তে সময় নেবেন না।

Previous articleপরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করতে বান্দ্রা টার্মিনালে আটকে দেওয়া হল সোনু সুদকে!
Next articleএমন অসত্য ভাষণ দীর্ঘ রাজনৈতিক জীবনে আগে শুনিনি, অমিত শাহকে কটাক্ষ সোমেনের