শুক্রবারের মধ্যেই রাজ্যে বর্ষা ঢোকার সম্ভাবনা

চলতি সপ্তাহে শুক্রবারের  মধ্যেই রাজ্যে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা বলে জানাল হাওয়া অফিস । প্রত্যেক বছর উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রথমে বর্ষা ঢোকে। তারপর তা ঢোকে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপের টানে আবার সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। আবহাওয়া দফতর জানিয়েছে , এবার একই সঙ্গে উত্তর ও দক্ষিণ বঙ্গে বর্ষা ঢুকতে পারে বৃহস্পতি বা শুক্রবারে।
মৌসম ভবন জানিয়েছে , তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের একাংশ হয়ে মৌসুমি বায়ু চলে এসেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। এরপরেই সাগর থেকে জোলো হাওয়া গাঙ্গেয় বঙ্গে ঢুকছে।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কলকাতায় দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ১১ জুন। সেক্ষেত্রে শুক্রবারের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে। সাধারণত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর একটি অংশ মায়ানমার হয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি দিয়ে ঢুকে পড়বে কোচবিহার জলপাইগুড়িতে।তার দু-একদিনের মধ্যেই উত্তরবঙ্গের সব জেলাতে এবং ধীরে ধীরে তা ঢুকবে দক্ষিণবঙ্গেও।

Previous articleআইসিএমআর-এর সমীক্ষায় ভয়াবহ চিত্র
Next articleকৃষ্ণাঙ্গ হত্যার জের, ট্রাম্পের পাশে নেই তাঁর দলের শীর্ষ নেতারা