Tuesday, November 11, 2025

মাহির শুশ্রূষায় সুস্থ হয়ে উড়ে গেল বসন্তবৌরি, পথ চেয়ে অপেক্ষায় জীভা

Date:

ধোনির বাইক প্রেমের কথা কারও অজানা নয় । কিন্তু মাহির পক্ষীপ্রেমের কথা অনেকেরই অজানা । তা হলে বিষয়টা খুলেই বলা যাক। উড়তে উড়তে অসুস্থ হয়ে রাঁচিতে মহেন্দ্র সিংহ ধোনির ফার্মহাউসের বাগানে সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েছিল একটি পাখি। ছোট্ট জীভার চোখ এড়ায়নি । রঙিন সুন্দর ছোট্ট পাখিটাকে দেখতে পেয়েই জীভা ডেকে আনে বাবা-মাকে। শুরু হয় পাখিটির শুশ্রূষা। সুস্থ হয়ে অবশেষে উড়ে গিয়েছে পাখিটি।
বুধবার ইনস্টাগ্রামে ঘটনাটির কথা জানিয়েছে ধোনি-কন্যাই। জীভা লিখেছে, ‘ আমাদের বাগানে একটি পাখিকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখি। আমি চিৎকার করে বাবা-মাকে ডাকি। বাবা হাতে করে পাখিটিকে তুলে কিছুটা জল খাওয়ায়। কিছুক্ষণ পরে সেটি চোখ মেলে তাকায়। আমরা খুব খুশি হয়েছিলাম।’
কিন্তু সুন্দর, রঙিন পাখিটাকে নিয়ে জীভার কৌতূহলের শেষ ছিল না। শেষ পর্যন্ত কৌতূহল মেটান সাক্ষী।
জীভা লিখেছে, ‘একটা ঝুড়ির মধ্যে পাখিটা রেখে গাছের পাতার ভেতর সেটিকে রেখেছিলাম। মা বলল যে এটা বসন্তবৌরি পাখি। কী সুন্দর ছোট্ট একটা পাখি।’
সুস্থ হয়ে উঠলেও মন ভালো নেই ধোনি-কন্যার। কারণ, একটু সুস্থ হতেই উড়ে গিয়েছে তার নতুন বন্ধু। জীভা লিখেছে, ‘আচমকা পাখিটা উড়ে গেল। কিন্তু আমি চেয়েছিলাম ওটা থাকুক। কিন্তু মা বলল পাখিটা উড়ে ওর মায়ের কাছে চলে গিয়েছে। তবে আমি জানি ওর সঙ্গে আবার দেখা হবে।’ আপাতত সেই আশাতেই বসে আছে জীভা। আবার যদি ফিরে আসে বসন্তবৌরি !

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version