Wednesday, August 27, 2025

মাহির শুশ্রূষায় সুস্থ হয়ে উড়ে গেল বসন্তবৌরি, পথ চেয়ে অপেক্ষায় জীভা

Date:

ধোনির বাইক প্রেমের কথা কারও অজানা নয় । কিন্তু মাহির পক্ষীপ্রেমের কথা অনেকেরই অজানা । তা হলে বিষয়টা খুলেই বলা যাক। উড়তে উড়তে অসুস্থ হয়ে রাঁচিতে মহেন্দ্র সিংহ ধোনির ফার্মহাউসের বাগানে সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েছিল একটি পাখি। ছোট্ট জীভার চোখ এড়ায়নি । রঙিন সুন্দর ছোট্ট পাখিটাকে দেখতে পেয়েই জীভা ডেকে আনে বাবা-মাকে। শুরু হয় পাখিটির শুশ্রূষা। সুস্থ হয়ে অবশেষে উড়ে গিয়েছে পাখিটি।
বুধবার ইনস্টাগ্রামে ঘটনাটির কথা জানিয়েছে ধোনি-কন্যাই। জীভা লিখেছে, ‘ আমাদের বাগানে একটি পাখিকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখি। আমি চিৎকার করে বাবা-মাকে ডাকি। বাবা হাতে করে পাখিটিকে তুলে কিছুটা জল খাওয়ায়। কিছুক্ষণ পরে সেটি চোখ মেলে তাকায়। আমরা খুব খুশি হয়েছিলাম।’
কিন্তু সুন্দর, রঙিন পাখিটাকে নিয়ে জীভার কৌতূহলের শেষ ছিল না। শেষ পর্যন্ত কৌতূহল মেটান সাক্ষী।
জীভা লিখেছে, ‘একটা ঝুড়ির মধ্যে পাখিটা রেখে গাছের পাতার ভেতর সেটিকে রেখেছিলাম। মা বলল যে এটা বসন্তবৌরি পাখি। কী সুন্দর ছোট্ট একটা পাখি।’
সুস্থ হয়ে উঠলেও মন ভালো নেই ধোনি-কন্যার। কারণ, একটু সুস্থ হতেই উড়ে গিয়েছে তার নতুন বন্ধু। জীভা লিখেছে, ‘আচমকা পাখিটা উড়ে গেল। কিন্তু আমি চেয়েছিলাম ওটা থাকুক। কিন্তু মা বলল পাখিটা উড়ে ওর মায়ের কাছে চলে গিয়েছে। তবে আমি জানি ওর সঙ্গে আবার দেখা হবে।’ আপাতত সেই আশাতেই বসে আছে জীভা। আবার যদি ফিরে আসে বসন্তবৌরি !

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version