টলিপাড়ার অচলাবস্থা কাটাতে বৈঠকে বসলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সকাল থেকে শুটিং শুরু না হওয়ার কারণে সব মহলেই চাপা উদ্বেগ। মূলত বিমা নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ ও প্রডিউসারদের সঙ্গে আর্টিস্ট ফোরামের দ্বন্দ্ব ও টানাপোড়েনে শেষ মহূর্তে বাতিল হয় শুটিং। মুখ্যমন্ত্রীও বিষয়টির সুস্থ সমাধান না হওয়ায় বিরক্ত। কার্যত তাঁর নির্দেশেই অরূপ বিশ্বাস বিজয়গড়ে তাঁর অফিসে বৈঠকে বসেন। আলোচনায় আর্টিস্ট ফোরামের দুই পদাধিকারী শঙ্কর চক্রবর্তী ও অরিন্দম গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা। আছেন প্রোডিউসার গিল্ডের শৈবাল বন্দ্যোপাধ্যায় সহ সদস্যরা। আশা করা হচ্ছে আজই জট কাটবে। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ।
