Sunday, November 16, 2025

ফের উত্তেজনা বাসন্তীতে, দফায় দফায় বিক্ষোভ-পাল্টা বিক্ষোভ

Date:

গ্রাম্য-বিবাদকে কেন্দ্র করে বাসন্তীতে গুলি করে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ফুল মালঞ্চ এলাকার ১১ নম্বর সর্দারপাড়ায়৷ নিহত হয়েছেন আমির আলি সর্দার নামে স্থানীয় এক বাসিন্দা৷ সেই ঘটনার জেরে এদিন বেলায় দফায় দফায় বিক্ষোভ- পাল্টা বিক্ষোভে অগ্নিগর্ভ গোটা এলাকা৷ গত বেশ কিছু দিন ধরেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুল মালঞ্চ থানা এলাকায় দফায় দফায় বোমাবাজি চলায় পরিস্থিতি উত্তপ্ত৷ বুধবার সকালে ফুল মালঞ্চ এলাকার ১১ নম্বর সর্দারপাড়ায় ফের বোমাবাজি শুরু হয়৷

সে সময় স্থানীয় গু়ড়িয়া বাজারে যাওয়ার জন্য নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন আমির আলি সর্দার। পথে নামতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি লাগে তাঁর বাঁ পাজরে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন আমির। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
আমির আলির মৃত্যু ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। পরে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি তাজা দিশি বোমা। ফুল মালঞ্চ থানা এলাকায় গত কয়েক দিন ধরে উত্তেজনার কথা স্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যুব তৃণমূলের তরফে বলা হয়েছে, স্থানীয় বিবাদকে কেন্দ্র করে গোলমাল চলছে৷ বিজেপি-সহ বিরোধী দল এই ঘটনার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দিচ্ছে৷
এদিকে বেলা গড়াতেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে৷ আমির আলির হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়৷ বিক্ষোভ এক পর্যায়ে ফের নতুন গোলমাল সৃষ্টি করেন পুলিশ পরিস্থিতি সামাল দেয়৷ গোটা এলাকায় এখনও প্রবল উত্তেজনা ৷

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version