Wednesday, August 27, 2025

ফের উত্তেজনা বাসন্তীতে, দফায় দফায় বিক্ষোভ-পাল্টা বিক্ষোভ

Date:

গ্রাম্য-বিবাদকে কেন্দ্র করে বাসন্তীতে গুলি করে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ফুল মালঞ্চ এলাকার ১১ নম্বর সর্দারপাড়ায়৷ নিহত হয়েছেন আমির আলি সর্দার নামে স্থানীয় এক বাসিন্দা৷ সেই ঘটনার জেরে এদিন বেলায় দফায় দফায় বিক্ষোভ- পাল্টা বিক্ষোভে অগ্নিগর্ভ গোটা এলাকা৷ গত বেশ কিছু দিন ধরেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুল মালঞ্চ থানা এলাকায় দফায় দফায় বোমাবাজি চলায় পরিস্থিতি উত্তপ্ত৷ বুধবার সকালে ফুল মালঞ্চ এলাকার ১১ নম্বর সর্দারপাড়ায় ফের বোমাবাজি শুরু হয়৷

সে সময় স্থানীয় গু়ড়িয়া বাজারে যাওয়ার জন্য নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন আমির আলি সর্দার। পথে নামতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি লাগে তাঁর বাঁ পাজরে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন আমির। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
আমির আলির মৃত্যু ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। পরে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি তাজা দিশি বোমা। ফুল মালঞ্চ থানা এলাকায় গত কয়েক দিন ধরে উত্তেজনার কথা স্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যুব তৃণমূলের তরফে বলা হয়েছে, স্থানীয় বিবাদকে কেন্দ্র করে গোলমাল চলছে৷ বিজেপি-সহ বিরোধী দল এই ঘটনার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দিচ্ছে৷
এদিকে বেলা গড়াতেই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে৷ আমির আলির হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়৷ বিক্ষোভ এক পর্যায়ে ফের নতুন গোলমাল সৃষ্টি করেন পুলিশ পরিস্থিতি সামাল দেয়৷ গোটা এলাকায় এখনও প্রবল উত্তেজনা ৷

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version