শনিবার, ১৩ জুন খুলছে দক্ষিণেশ্বর মন্দির। বুধবার মন্দির কমিটির কর্তা কুশল চক্রবর্তী রীতিমতো পিপিই কিট পড়ে মন্দিরে আসেন। জানান, মন্দির খুললেও বেশ কিছু শর্ত থাকছে…
১. মন্দিরে শুধু প্রসাদ নিয়ে ঢুকতে পারা যাবে
২. পুজোর সময় সকাল ৭-১০, বিকেল ৩-৬.৩০ পর্যন্ত
৩. মন্দিরের গর্ভগৃহে ঢোকা যাবে না, বাইরে থেকে পুজো
৪. ফুল, পাতা, ধুপ নিয়ে প্রবেশ নিষিদ্ধ
৫. শিবের মাথায় জল ঢালা যাবে না
৬. মন্দিরে ঢোকার আগে থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক
৭. পুজোর লাইনে থাকবে ৬ ফুট দূরত্ব
৮. মন্দিরে একসঙ্গে ১০ জনের বেশি নয়