Monday, November 3, 2025

দাবি আদায় করে অবশেষে সাউন্ড-ক্যামেরা-অ্যাকশনে রাজি হলেন টলিউডের অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীরা। স্টুডিওপাড়ায় শুটিং শুরুর কথা হলেও বারবার তা আটকে যাচ্ছিল স্বাস্থ্য বিমার প্রশ্নে এসে। বিমা নাহলে অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা কাজে যোগ দিতে রাজি ছিলেন না। কিন্তু দ্রুত বিমা করানোতেও সমস্যা। সে ক্ষেত্রে লিখিত দাবি করেছিলেন তাঁরা। সেটা দেওয়া নিয়েই চলছিল টালবাহানা। ফলে ৮ তারিখ থেকে ১০ তারিখ- ক্রমশ পিছতে থাকে শুটিং শুরুর দিন। একসময় অনিশ্চিত হয়ে পড়ে শুটিং। খবর ছড়ায় অন্তর্দ্বন্দ্বেরও। বুধবার অবশেষে জট কাটল টলিপাড়ায়। আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের সঙ্গে বৈঠকে মেলে সমাধানসূত্র। প্রযোজক ও আর্টিস্ট ফোরামের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। নিজেদের দাবিতে অনড় থাকেন আর্টিস্ট ও টেকনিশিয়ানরা। অবশেষে চাপের মুখে স্বাস্থ্য বিমা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক হয় বিমার

• ৫০% দেবে প্রযোজক সংস্থা
• ৪০% দেবে চ্যানেল
• ১০% দেবেন আর্টিস্ট ও টেকনিশিয়ানরা

• যতক্ষণ না পর্যন্ত বিমার কাগজ হাতে আসছে, ততক্ষণ যদি কেউ সমস্যায় পড়েন তাহলে তাঁকে পরিষেবা দেওয়া হবে।

এই বিষয়ে লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকের পরেই মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, তাঁদের মধ্যে যা সমস্যা ছিল সব মিটে গিয়েছে। সব পক্ষের ঐক্যমতের ভিত্তিতেই বৃহস্পতিবার থেকে শুটিং শুরু হবে।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শঙ্কর চক্রবর্তী জানান, একটা বড় পরিবারের মনোমালিন্য হয়েই থাকে। আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করা গিয়েছে। ৮৩ দিন শ্যুটিং বন্ধ রয়েছে টলিপাড়ায়। এই পরিস্থিতিতে সবাই কাজে ফিরতে চাইছেন। দাবি মেনে নেওয়ায় বৃহস্পতিবার থেকে মসৃণভাবে কাজ চলবে বলে আশা রাখছে টলিউড।

Related articles

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...

মধ্যমগ্রামের ট্রলি ব্যাগ কাণ্ডে যাবজ্জীবন সাজা মা ও মেয়ের 

হাড়হিম করা ট্রলি ব্যাগ খুন কাণ্ডের রায় ঘোষণা করল বারাসত আদালত। সোমবার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের...
Exit mobile version