Saturday, May 3, 2025

দাবি আদায় করে অবশেষে সাউন্ড-ক্যামেরা-অ্যাকশনে রাজি হলেন টলিউডের অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীরা। স্টুডিওপাড়ায় শুটিং শুরুর কথা হলেও বারবার তা আটকে যাচ্ছিল স্বাস্থ্য বিমার প্রশ্নে এসে। বিমা নাহলে অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা কাজে যোগ দিতে রাজি ছিলেন না। কিন্তু দ্রুত বিমা করানোতেও সমস্যা। সে ক্ষেত্রে লিখিত দাবি করেছিলেন তাঁরা। সেটা দেওয়া নিয়েই চলছিল টালবাহানা। ফলে ৮ তারিখ থেকে ১০ তারিখ- ক্রমশ পিছতে থাকে শুটিং শুরুর দিন। একসময় অনিশ্চিত হয়ে পড়ে শুটিং। খবর ছড়ায় অন্তর্দ্বন্দ্বেরও। বুধবার অবশেষে জট কাটল টলিপাড়ায়। আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের সঙ্গে বৈঠকে মেলে সমাধানসূত্র। প্রযোজক ও আর্টিস্ট ফোরামের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। নিজেদের দাবিতে অনড় থাকেন আর্টিস্ট ও টেকনিশিয়ানরা। অবশেষে চাপের মুখে স্বাস্থ্য বিমা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ঠিক হয় বিমার

• ৫০% দেবে প্রযোজক সংস্থা
• ৪০% দেবে চ্যানেল
• ১০% দেবেন আর্টিস্ট ও টেকনিশিয়ানরা

• যতক্ষণ না পর্যন্ত বিমার কাগজ হাতে আসছে, ততক্ষণ যদি কেউ সমস্যায় পড়েন তাহলে তাঁকে পরিষেবা দেওয়া হবে।

এই বিষয়ে লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকের পরেই মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, তাঁদের মধ্যে যা সমস্যা ছিল সব মিটে গিয়েছে। সব পক্ষের ঐক্যমতের ভিত্তিতেই বৃহস্পতিবার থেকে শুটিং শুরু হবে।
আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শঙ্কর চক্রবর্তী জানান, একটা বড় পরিবারের মনোমালিন্য হয়েই থাকে। আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করা গিয়েছে। ৮৩ দিন শ্যুটিং বন্ধ রয়েছে টলিপাড়ায়। এই পরিস্থিতিতে সবাই কাজে ফিরতে চাইছেন। দাবি মেনে নেওয়ায় বৃহস্পতিবার থেকে মসৃণভাবে কাজ চলবে বলে আশা রাখছে টলিউড।

Related articles

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...

হাই মাদ্রাসা-আলিম-ফাজিল পরীক্ষায় পাশের হার ৯০.৩২ শতাংশ

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পরের দিনে হাই মাদ্রাসা বোর্ডের (High Madrasah Examination 2025 results) ফলাফল...

ডবল ইঞ্জিন রাজ্যেই প্রশাসনিক ব্যর্থতা! গোয়ায় পদপিষ্টের ঘটনায় তোপ অভিষেকের

বারবার বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই প্রশাসনিক ব্যর্থতার কারণে মৃত্যু মিছিল। অথচ বাংলায় কিছু হলেই সেই দিল্লির বিজেপি নেতারা...

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...
Exit mobile version