ভারতে করোনা সংক্রমণের সংখ্যা রোজ বাড়তে থাকলেও প্রতিদিনই বহু মানুষ সুস্থ হয়ে উঠছেন। সবচেয়ে আশার কথা, এই প্রথম করোনার অ্যাকটিভ কেসের সংখ্যার চেয়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেশি। অর্থাৎ এই মুহূর্তে ভারতে যত মানুষ করোনায় চিকিৎসাধীন আছেন, তার থেকে বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়ে উঠেছেন। বুধবার দেশের করোনা চিত্র থেকে এই তথ্য উঠে এসেছে। এই মুহূর্তে ভারতের ১ লক্ষ ৩৩ হাজার মানুষ করোনায় চিকিৎসাধীন অর্থাৎ এটিই হল অ্যাকটিভ কেসের সংখ্যা। আর দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩৫ হাজার ২০৬। যা মোট অ্যাকটিভ কেসের চেয়ে বেশি।
