ফের রাজ্য সরকারের উদ্দেশে টুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের। বুধবার সকালে টুইটে তাঁর খোঁচা, রাজ্যের শাসকদলের সামনের সারির কর্মী হিসেবে পুলিশ ও প্রশাসন কাজ করছে। এমন রিপোর্ট তাঁর কাছে এসেছে। আর তাতে তিনি রীতিমতো উদ্বিগ্ন।
টুইটে রাজ্যপাল আরও লিখেছেন, এটা চলতে পারে না। একে উপেক্ষা করা হবে না। যাঁরা এটা করছেন তাঁদের এর ফল ভুগতে হবে এবং মূল্য দিতে হবে। আইন অনুযায়ী কাজ করুন। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা ও নির্বাচনে রিগিং বন্ধ হলেই গণতন্ত্র বাঁচবে। সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী, যে করে হোক রাজ্যে সাইলেন্ট ও সায়েন্টিফিক রিগিং তিনি বন্ধ করবেন। তাঁর এই টুইটে কোনও প্রত্যুত্তর মেলেনি শাসকদলের তরফে । তবে বিশেষজ্ঞদের মতে, ধনকড়ের এই বার্তা রাজ্য- রাজ্যপাল সংঘাত আরও বাড়িয়ে তুলবে।
