ভুয়ো খবরে রাশ টানতে টেন্ডারের ডাক, উদ্যোগ কেন্দ্রের

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তথ্যের যাচাই ও ভুয়ো খবর পরিবেশন রুখতে উদ্যোগী হচ্ছে কেন্দ্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ তথা সিপিএসই এবং ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড তথা বিইসিআইএল টেন্ডারের ডাক দিয়েছে।

এই টেন্ডারের মাধ্যেমেই ভুয়ো খবর ও ভুয়ো তথ্য ছাঁকতে নতুন সংস্থাকে নিয়োগ করতে চাইছে কেন্দ্র। বিইসিআইএল জানিয়েছে যে সংস্থা ভুয়ো তথ্য রেখার কাজ করবে, সেই সংস্থাকে ভুয়ো তথ্য প্রদানকারী ব্যক্তিকে শনাক্তকরণের কাজও জানতে হবে। তবে সাইবার বিশেষজ্ঞদের মতে, এই পদ্ধতিতে অবৈধভাবে নজরদারি করার রাস্তা প্রশস্ত করছে সরকার। তবে কোনও সংস্থা টেন্ডারে সাড়া দিয়েছে কি না সে সম্পর্কে কেন্দ্র কিছু জানায়নি।

ভুয়ো খবর ও ভুয়ো তথ্যের পরিবেশন রুখতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকে মার্চ মাসে নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্তত সরকারি বিষয়ে যা ভুয়ো খবর ছড়াচ্ছে, তার সত্যতা যাচাই করে মানুষকে অবগত করতে উদ্যোগী হয় কেন্দ্র।

Previous articleকমলনাথ হটাওয়ের অডিও ক্লিপ ফাঁস, সত্যতা নিয়ে প্রশ্ন
Next article“উপসর্গহীন আক্রান্তদের থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা কম” এই দাবি থেকে সরে এল WHO