ফের রেশন দুর্নীতি নিয়ে সরব রাহুল সিনহা, খাদ্যমন্ত্রীকে অপসারণের দাবি

দুর্নীতির অভিযোগে শুধুমাত্র রেশন ডিলারদের শাস্তি দিলেই হবে না। শাসক দল তৃণমূলের যে সমস্ত নেতারা জোর করে ডিলাদের থেকে চাল-গম নিয়েছে, তাদের থেকেও ক্ষতিপূরণ আদায় করতে হবে। আজ, বুধবার এমনটাই দাবি করেন বিজেপি নেতা রাহুল সিনহা।

শুধু তাই নয়। ক্ষতিপূরণ আদায় করে, সেই টাকা দিতে হবে সাধারণ মানুষদের মধ্যে। যারা বঞ্চিত হয়েছেন রেশন নিতে গিয়ে। এমনও দাবি করেন রাহুল সিনহা। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর কাছে তাঁর অনুরোধ, রেশন দুর্নীতির জন্য শুধু ডিলার বা সচিব নয়, অবিলম্বে অপসারিত করতে হবে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।

Previous articleস্যানিটাইজেশনের কাজ শুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ে
Next articleডিজিটাল যুদ্ধে বিজেপিকে গোহারা হারাল তৃণমূল কংগ্রেস