Wednesday, May 7, 2025

যাবতীয় জল্পনার কার্যত অবসান।

তৃণমূল ছেড়ে কোথাও যাবেন না শুভেন্দু অধিকারী। বরং আরও বেশি দায়িত্ব নিয়ে তিনি দলের হয়ে কাজে নামবেন। এমনকি ভোটের আগে অলিখিত উপমুখ্যমন্ত্রীর ভূমিকাতেও তাঁকে দেখা যেতে পারে। আর এই বিষয়ে শুভেন্দু যাঁর সহযোগিতা পাবেন, তাঁর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজনৈতিক মহলে জল্পনা মাঝেমধ্যেই ছড়ায় শুভেন্দু ক্ষুব্ধ। তিনি তৃণমূল ছাড়ছেন। বিজেপির একাংশ তাঁকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে তৈরি।

সূত্রের খবর, কিছু বিষয়েই শুভেন্দুর দ্বিমত আছে। পিকের কর্মসূচিতেও তাঁকে দেখা যায় না। এই সবই ঠিক। কিন্তু সর্বশেষ খবর, এর জন্য তৃণমূল ছাড়ার কথা তিনি ভাবছেন না।
সূত্রের খবর, শুভেন্দুকে সরকার ও দলের কাজে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে। যাঁর সঙ্গে দূরত্ব বলে রটনা, সেই অভিষেকও সিনিয়রের মর্যাদা দিয়েই শুভেন্দুকে কাজের পরিসর দিচ্ছেন। অভিষেক মূলত রাজ্যব্যাপী সাংগঠনিক কাঠামো সামলাচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দুকে দল প্রত্যক্ষ জনসংযোগে সামনে রাখছে। শুভেন্দু- অভিষেক জুটি আগামী দিন আরও জোরদার হবে বলে সূত্রটির ধারণা। দুজন দুই স্টাইলে রাজনীতি করেন। দুই ঘরানাই দলের সম্পদ হিসেবে কাজে লাগবে। তবে সূত্রটি এও বলেছে, দু একটি মহল থেকে শুভেন্দুকে আলাদা রাখার চেষ্টা চালানো হচ্ছে এখনও। তৃণমূল পরিবারে যেহেতু শুভেন্দুর নিজস্ব একটি জনপ্রিয়তা আছে, তাই তাঁর ইগোকে উসকে দিতে চান কেউ কেউ। বহু বিষয়েই শুভেন্দু গুটিয়ে রাখেন নিজেকে। এদিকে অভিষেক যত দলের নিয়ন্ত্রণ নিচ্ছেন, তিনি শুভেন্দুকে সম্মানজনক জায়গায় রেখেই দলকে সাজাচ্ছেন। মমতার পাশে যদি শুভেন্দু ও অভিষেক এককাট্টা থাকেন, তাহলে সম্মিলিত বিরোধীদের আসন ৫০-৬০এই থেমে যাবে বলে তৃণমূল আত্মবিশ্বাসী। অভিষেক নীরবে বুথভিত্তিক গ্রাউন্ডওয়ার্ক করে চলেছেন।

Related articles

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...

২ মহিলা সেনা ব্যোমিকা-সোফিয়ার কৃতিত্বের খতিয়ান

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের 'অপারেশন সিন্দুর'। পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) এয়ার স্ট্রাইকের সেই বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে...
Exit mobile version