Friday, November 7, 2025

চেনা ওষধি গুলঞ্চ আর অশ্বগন্ধাই সারাবে করোনা, চলছে ট্রায়াল, দাবি রামদেবের

Date:

বিশ্বজুড়ে করোনার মৃত্যুমিছিল ও সংক্রমণ ঠেকাতে দেশেবিদেশে নানা সংস্থা লাগাতার গবেষণা চালাচ্ছে। কমপক্ষে ১১০টি গবেষক দল ট্রায়াল চালাচ্ছে ভ্যাকসিনের। কিন্তু এখনও পর্যন্ত কোভিড-১৯ রুখে দেওয়ার কাছাকাছি পৌঁছতে পারেনি কোনও গবেষণা। আর এর মধ্যেই ভারতের যোগগুরু বাবা রামদেবের দাবি, চেনা দুই ওষধি গুলঞ্চ আর অশ্বগন্ধা দিয়েই রুখে দেওয়া যাবে করোনাভাইরাস। ইতিমধ্যেই রোগীদের উপরে তা প্রয়োগ করে সাফল্য মিলেছে বলেও দাবি করেছেন যোগগুরু রামদেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে রামদেব তাঁর কাছে নভেল করোনাভাইরাসের চিকিৎসা রয়েছে বলে দাবি করেন। তাঁর দাবি, এই ওষুধ একশো শতাংশ কার্যকর হবে। তিনি বলেন, এর জন্য দু’টি ওষধি দরকার। একটি গুলঞ্চ ও অন্যটি অশ্বগন্ধা। রামদেবের ব্যাখ্যা, করোনাভাইরাস যখন শরীরে ঢোকে তখন সেটা সব রকম শারীরিক প্রক্রিয়াকেই ব্যাহত করে। ভাইরাস ক্রমশ আক্রান্ত কোষের সংখ্যা বাড়াতে থাকে। আর গুলঞ্চ এই সংক্রমণের শৃঙ্খল ভেঙে দিতে একশো শতাংশ কার্যকর।

তাঁরা এই ওষুধের ট্রায়াল শুরু করেছেন জানিয়ে বাবা রামদেব বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের গুলঞ্চ আর অশ্বগন্ধা দিয়ে দেখা গিয়েছে একশো শতাংশ কাজ হচ্ছে। এক জন রোগীরও মৃত্যু হয়নি। তবে আরও গবেষণা চলছে। আরও ট্রায়াল হবে। সেই গবেষণা খুব তাড়াতাড়ি সামনে আনবে পতঞ্জলি। আর তারপরে সেই বৈজ্ঞানিক গবেষণা বিশ্বের দরবারে হাজির করা হবে। বাবা রামদেব আরও বলেন, এই আয়ুর্বেদিক ওষুধ শুধু রোগের উপসর্গ কমাবে না, সংক্রমণকেই গোড়া থেকে সারিয়ে তুলবে।

প্রসঙ্গত, এরই মধ্যে দিল্লির ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি এবং জাপানের এআইএসটি-র যৌথ গবেষণাতেও দাবি করা হয়েছে, অশ্বগন্ধার মধ্যে এমন উপাদান রয়েছে যা কোভিড-১৯ মোকাবিলায় কার্যকর হতে পারে।

 

Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version