Monday, August 25, 2025

রাজ্যে পুরভোটের আগেই হতে পারে বিধানসভা ভোট

Date:

Share post:

করোনাভাইরাস আঘাত না হানলে এতদিনে কলকাতা-সহ শতাধিক পুরসভার নির্বাচন মিটে যেত৷ শাসক-বিরোধী দু’তরফই এখন পাখির চোখ করতো ২০২১-এর বিধানসভা নির্বাচনকে৷

তা হয়নি৷ পুরভোট কবে হবে জানা নেই৷ ওদিকে, ভোট নিয়ে একাধিক জল্পনাও মাথাচাড়া দিয়েছে৷ দুই ভোট একসঙ্গে সেরে ফেলা, আগে পুরসভা পরে বিধানসভা, আগে বিধানসভা পরে পুরসভা, ভোট নিয়ে এ জাতীয় নানারকম কথা ভেসে বেড়াচ্ছে৷

বিজেপি-সহ বিরোধী দলগুলির অনেকেই চাইছে, আগে পুরভোট হোক, তারপর হোক বিধানসভার ভোট৷ এতে বাংলার ‘আওয়াজ’ মেপে নেওয়া যাবে৷ বিধানসভা নির্বাচনের কৌশল সাজাতে সুবিধা হবে বলে তারা মনে করছে৷

তবে এমন নাও হতে পারে৷ রাজ্যে এখনও তুঙ্গে সংক্রমণ৷ করোনার ধাক্কা কমলেও সামাজিক দূরত্ব বিধি-সহ অন্যান্য একাধিক সতর্কতামূলক প্রক্রিয়া আগামী বহুদিন চালু থাকবে৷ স্বাভাবিক ও চালু পদ্ধতিতে ভোটের প্রচার সেক্ষেত্রে অসম্ভব৷ চালু করতে হবে নতুন কোনও উপায়৷ সেই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলির পক্ষে ভোটে যাওয়া যথেষ্টই সমস্যাজনক৷ তার উপর পরপর দু’টি ভোট৷

জুন মাস চলছে৷ রাজ্যে খুব দ্রুত ভোটের পরিবেশ ফিরে আসতেও কমপক্ষে দেড়-দু’মাস৷ আগস্ট- সেপ্টেম্বরে শতাধিক পুরসভার ভোট হলে, নতুন বোর্ডগঠন প্রক্রিয়া মিটতে আরও ২-৩ সপ্তাহ ৷ ততদিনে চলে আসবে পুজো৷ ওদিকে বিধানসভার ভোটের সময়ও চলে আসবে৷
পুরভোট শেষ করার প্রায় সঙ্গে সঙ্গেই বিধানসভার ভোটে ঝাঁপানো, দলগুলির পক্ষে যথেষ্টই চাপের বিষয়৷

তাই ভাবনা চলছে আগে বিধানসভা ভোট সেরে তারপর বকেয়া পুরভোট করা নিয়ে৷ মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলিতে ইতিমধ্যেই আইনি পথে প্রশাসক বসিয়ে ‘রেগুলারাইজ’ করা হয়েছে৷ এই পদ্ধতিতে এক বছর কাজ চালাতেই পারে পুরসভাগুলি৷ তাই আগে বিধানসভা ভোট করে ফেলা যায় সহজেই৷

রাজনৈতিক মহলের খবর, বিজেপি চায় পুরভোট আগে হোক৷ রাজ্যে বেশ কিছু পুরসভা এবার তাদের হাতে আসবে বলেই পদ্ম শিবির আশাবাদী ৷ আর সেই ফলের প্রভাব পড়বে বিধানসভা ভোটে৷ তাদের প্রচারের হাতিয়ার হবে ওই সব ফল, এমন ভেবেই ঘর গোছানোর কাজ চালাচ্ছে বিজেপি৷ পাশাপাশি এমনও ভাবছে, পুরভোটে যে সব সদ্য মেয়াদ শেষ হওয়া কাউন্সিলরদের তৃণমূল প্রার্থী করবে না, তাঁদের দলে টেনে, প্রার্থী করে ঘাসফুল শিবিরে ফাটল লাগানো যাবে৷

এই ছকেই কিন্তু ঠাণ্ডা জল পড়তে পারে৷ বিধানসভা ভোটে আগে হলে কিছুটা অসুবিধায় পড়তে পারে বিজেপি৷ দল ভাঙানোর ছক কাজে আসবেনা৷ বিধানসভা ভোটে পরিকাঠামো সাজানোই আছে তৃণমূলের ৷ এই ক্ষেত্রে কিছুটা পিছিয়েই আছে বিজেপি৷ বিধানসভা ভোটে পরাস্ত করলে বিজেপি’র মনোবল ভেঙে যাবে৷ ‘আশাহত’ হয়ে দল ছন্নছাড়া হবে৷ পুরভোটে আর গেরুয়া শিবির সেভাবে দাঁত ফোটাতে পারবে না বলেই ধারনা করছে শাসক শিবির৷ এ পথে অগ্রসর হলে দু’টি ভোটেই সুবিধাজনক অবস্থায় থাকতে পারবে৷

এই সব কারনেই রাজনৈতিক মহলের ধারনা, বাংলায় আগে হবে বিধানসভা নির্বাচন, তার পরে হবে বকেয়া পুরভোট৷

spot_img

Related articles

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...