Monday, November 17, 2025

করোনা আবহে পরীক্ষা বাতিলের দাবি, সোশ্যাল মিডিয়ায় আন্দোলন পড়ুয়াদের

Date:

লকডাউনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছাত্রছাত্রীরা শুরু করেছে পরীক্ষা বিরোধী আন্দোলন। পড়ুয়াদের দাবি, করোনা পরিস্থিতিতে এ বছরের মতো তাঁদের পাশ করিয়ে দিতে হবে। আগের পরীক্ষার নম্বরের মূল্যায়নের ভিত্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কশিট দিতে হবে। দেশের বিভিন্ন প্রান্তের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই আন্দোলনে সামিল হয়েছেন।

এই আন্দোলনে পিছিয়ে নেই এ রাজ্যের পড়ুয়ারাও।কলকাতা, কল্যাণী, বর্ধমান, উত্তরবঙ্গ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ পড়ুয়ারা সোশ্যাল মিডিয়ায় পাশ করিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ইমেইল করে নিজেদের দাবি জানিয়েছেন পড়ুয়ারা।

আন্দোলনকারীদের বক্তব্য, করোনা আবহে পরীক্ষা দিতে গেলে কেউ যদি আক্রান্ত হন, তাহলে সে দায় কে নেবে? তাঁদের দাবি, চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীদের আগের বছরের পরীক্ষার নম্বরের ভিত্তিতে পাশ করিয়ে দেওয়া হোক। নির্দিষ্ট সময়ের মধ্যে মার্কশিট এবং ডিগ্রি তুলে দিতে হবে ছাত্র-ছাত্রীদের হাতে। ইতিমধ্যেই #againstexam নামে একটি ফেসবুক পেজ খুলেছেন আন্দোলনকারীরা। যেখানে ৭০ হাজারের উপর সদস্য হয়ে গিয়েছে। আন্দোলনকে জোরদার করতে অনলাইনে সংগ্রহে নামছেন তাঁরা।

ফেসবুক, টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় #StudentLivesMatter, #BengalAgainstExam হ্যাশট্যাগ ব্যবহার করে আন্দোলন চলছে। কর্নাটক, রাজস্থান, তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের পড়ুয়ারাও এই হ্যাশট্যাগ আন্দোলনে সামিল হয়েছেন। আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক আন্দোলনকারী জানান, ” জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার বিরোধিতা করছি আমরা। এই আন্দোলন সারা দেশেই হচ্ছে। গণ ইমেইল করার সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ১০ হাজার ইমেইল করা হয়েছে।”

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version