সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অঞ্চল। সেখানে মানুষের অবস্থা ভীষণ খারাপ। কেউ ঘর হারিয়েছেন, কেউ হারিয়েছেন আপনজন। সেখানকার বেশিরভাগ মানুষই দু’বেলা দু’মুঠো অন্নের জন্যে হাপিত্যেশ করছেন। ওই গ্রামের অবস্থা এমনই শোচনীয় যে পশু এবং মানুষকে থাকতে হচ্ছে একই জায়গায়।

এমনই এক জায়গায় ত্রাণ পৌঁছে দিলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজের আউটপোস্টের বেশ কিছু অফিসার এবং বিশিষ্ঠ শিক্ষাবিদ কামাল হোসেন। তাঁরা ত্রাণ পৌঁছে দিলেন গঙ্গাসাগরের কোম্পানি চর এলাকায়। প্রায় ৩০০ লোকের মধ্যে বিলি করা হয়েছে ত্রিপল, ওষুধ, চাল, ডাল, মুড়ি, চানাচুর, আলু, চিরে, হেলথ ড্রিংক্স , সাবান এবং ওয়ারেস। সেখানে এই সমস্ত খাদ্য সামগ্রী ছাড়াও দেওয়া হয়েছে ৪০০ বোতল মিনারেল ওয়াটার।