Saturday, May 3, 2025

পরিবেশের গুরুত্বকে অবজ্ঞা, কেরলে জলবিদ্যুৎকেন্দ্র চালুর সিদ্ধান্ত পিনারাই বিজয়নের

Date:

পরিবেশপ্রেমী থেকে বিরোধী দলের নেতারা নিষেধ করেছিলেন। এমনকী নিজের দলের সাংসদরা বারবার সতর্ক করেছিলেন। কিন্তু কর্ণপাত করলেন না কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিতর্কিত আথিরাপিল্লি জলবিদ্যুৎকেন্দ্র চালু করার ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী।

ত্রিশূর জেলার নদী অববাহিকায় রয়েছে কেন্দ্রটি। পরিবেশবিদরা সংশ্লিষ্ট অঞ্চলকে সংবেদনশীল বলে জানিয়েছিলেন। রাজ্য বিদ্যুৎ পর্ষদ এই প্রকল্প চালু করার অনুমতি চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেয়। গত সপ্তাহে সরকার আগামী সাত বছরের জন্য প্রকল্প চালু রাখার সম্মতি জানিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন প্রাক্তন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ, কেরল বিধানসভার বিরোধী নেতা রমেশ চেন্নিথালা এবং সিপিআই–এরই রাজ্যসভার সাংসদ বিনয় বিশ্বম।

জয়রাম রমেশের স্পষ্ট বক্তব্য, সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বিক্ষোভে নামবে সাধারণ মানুষ। এ প্রসঙ্গে গত শতাব্দীর সাতের দশকের কথা তুলে ধরেছেন তিনি। পালাক্কড়ের চিরহরিৎ বনভূমি সাইলেন্ট ভ্যালি বাঁচাতে রাস্তায় নেমেছিল জনগণ। তিনি উল্লেখ করেন, ২০১০ সালে ইউপিএ সরকারের আমলে পরিবেশমন্ত্রী থাকাকালীন পরিবেশবিদদের সঙ্গে আলোচনা করে এই প্রকল্প বন্ধ করে দেন।

শুধুমাত্র বিরোধী নেতারা নন। পিনরাই বিজয়নের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না বাম নেতারা। বিনয় বিশ্বম বলেন, এই প্রকল্প হলে ১৬৮ হেক্টর বনভূমি জলের নীচে চলে যাবে। যার জেরে বহু বন্যপ্রাণ সহ বনভূমি ক্ষতিগ্রস্থ হবে। ওই অঞ্চলে বসবাসকারী দুই জাতের আদিবাসীদের সংকটের মুখে পড়তে হবে।

Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...
Exit mobile version