Monday, November 10, 2025

ধীরে ধীরে খুলছে দিঘা, মন্দারমনি, মাইথন, ৩ মাসে পর্যটনে প্রায় ৪০% কর্মহীন!

Date:

Share post:

দিঘা, মন্দারমনি, টাকি, মাইথন একে একে খুলে যাচ্ছে। কিন্তু পর্যটন কেন্দ্রে যাবে কে? এটাই এখন বড় প্রশ্ন।

পর্যটন ব্যবসায়ীরা জানাচ্ছেন, ইতিমধ্যে ৪০% ট্যুর অপারেটর সংস্থা তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। পর্যটন শিল্পে যারা কাজ করতেন, তাঁরা বলছেন, বিগত ৩মাস ধরে অধিকাংশ কর্মী বেতন পাননি। বহু জায়গায় কর্মীদের বেতন ৩০%-৫০% কেটে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা বলছেন সংসার চলবে কী করে? হোটেল মালিকরা বলছেন, ৮জুন থেকে হোটেল খুলেছে। টুকটাক করে ভ্রমণ পিপাসুরা আসছেন। কিন্তু এটা তো নামকে ওয়াস্তে ব্যবসা খুলে রাখা। ব্যাঙ্কে পয়সা ঢুকবে কী করে? এই পরিস্থিতি আর ২-৩ মাস চললে হোটেল বিক্রি করা ছাড়া উপায় থাকবে না। অন্যদিকে উত্তরবঙ্গের পর্যটনেও সেই পরিস্থিতি। গোটা দার্জিলিঙ বা জিটিএ-র মূল ভরসা পর্যটক। মানুষ কিন্তু এখনও ভরসা করেছেন না। জিটিএর সদস্য বিক্রম রাই বলেন, মানুষকে ভরসা না দিতে পারলে উত্তরবঙ্গের পর্যটনে দুর্দিন আসবে। হোটল-রিসর্ট খুলে দিলেই দায়িত্ব শেষ হয় না। পর্যটনমন্ত্রীর উচিত মানুষকে মোটিভেট করতে পরিকল্পনা নেওয়া।

পর্যটনে বাধা নিষেধের যে তালিকা তৈরি হয়েছে তা অনেকটা এইরকম…

১. হোটেলে ৩০% কর্মী নিয়ে কাজ করতে হবে

২. আপাতত ৩০% -এর বেশি হোটেল রুম ব্যবহার করা যাবে না

৩. হোটেলের রুম কেউ বুকিং করলে সে ছেড়ে দেওয়ার পর অন্য কেউ এই ঘর বুক করতে পারবেন না। ডিসইনফেক্ট করার পর ফের ব্যবহার।

৪. অধিকাংশ হোটেলর কিচেনে রান্না বন্ধ। মানুষ পর্যটন কেন্দ্রে আসার পর দাবি জানালে তখন বিকল্প ব্যবস্থা হতে পারে।

৫. হোটেলে ঢোকা বা বেরনোর সময় স্বাস্থ্যবিধি মেনে চলা, হোটেলের রুম স্যানিটাইজ করা এবং কর্মী ও গেস্টদের নিরাপদ দূরত্ব মানতেই হবে।

spot_img

Related articles

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...