ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এবার বড়বাজারে। আজ, শুক্রবার সকালে আচমকাই স্থানীয় কলুটোয়ায় একটি কাগজের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৫টি ইঞ্জিন।

কাগজের গুদামটি ছিল একটি বাড়ির চারতলায়। পুরো এলাকা ঘিঞ্ঝি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাড়িটি পুরনো হওয়ায় আগুনের দাপটে একদিকের দেওয়াল ধসে রাস্তায় পড়ে যায়। এদিকে গলি রাস্তা হওয়ায় দমকলের ইঞ্জিন ঢুকতেও সমস্যা হয়।

স্থানীয়দের অভিযোগ, ২০ নম্বর হরিণ বাড়ি ফার্স্ট লেনের এই প্রাচীন চারতলা বাড়িজুড়ে জরির কাজ করা হয়। এই বাড়ির একপ্রান্তে আবার প্লাস্টিক চপ্পলের গুদাম ঘর। গিফ্ট প্যাক করার র্যাপার কাগজের গুদামও রয়েছে এই বাড়িতেই। সবমিলিয়ে দাহ্য পদার্থে ভর্তি ছিল বাড়িটি। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। ঠিক, কীভাবে আগুন লাগল, তা দেখছে দমকল আধিকারিকরা।
