Thursday, August 28, 2025

পাক সরকারকে ধুয়ে দিল! ভারতের করোনা প্যাকেজ পাকিস্তানের জিডিপির সমান বলল বিদেশমন্ত্রক

Date:

করোনার জেরে পাকিস্তানের অর্থনীতি কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। তবুও ভারতের বিরুদ্ধে তোপ দাগতে ব্যস্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি কোভিড মোকাবিলায় ‘নগদ হস্তান্তর’ করে ভারতকে সাহায্য করার প্রস্তাবের নামে খোঁচা দেন তিনি। এর পাল্টা জবাবে ভারত বলেছে, শুধু করোনা মোকাবিলায় কেন্দ্র যে প্যাকেজ ঘোষণা করেছে সেটাই পাকিস্তানের জিডিপি’র সমান।

বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে ভারতের আর্থিক অবস্থা নিয়ে কটাক্ষ করেন পাক প্রধানমন্ত্রী। এরপর মোদি সরকারের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতায় প্রশ্ন তুলে আর্থিক সাহায্যের আশ্বাসও দেন তিনি। পালটা ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, ” বিদেশের ব্যাংক অ্যাকউন্টে টাকা জমা করার জন্য পাকিস্তান বিশেষভাবে পরিচিত। তারা নিজেদের মানুষকে কখনও টাকা দেয় না। এটা স্পষ্ট যে ইমরানের খানের উচিত উপদেষ্টাদের পালটে আরও তথ্য সংগ্রহ করা।”

প্রসঙ্গত, মে মাসে পাকিস্তানের অর্থনীতির দুরবস্থা দেখিয়ে দিয়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। তিনি জানিয়েছিলেন, আইএমএফ-এর মতো সংগঠনের থেকে ঋণ চাইতে গেলে পাকিস্তানের পরমাণু বোমা বন্ধক রাখতে হবে। নাহলে আর কোনও আন্তর্জাতিক সংস্থা ঋণ দেবে না। এরপর তিনি একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং তাতে দেশবাসীকে অনুরোধ করেন টাকা জমা দেওয়ার জন্য। যদিও ইমরান খানের সরকার আইএমএফ-এর থেকে ১৪০ কোটি মার্কিন ডলারের লোন নিয়েছে।
যাদের দেশের এমন করুণ অবস্থা তাদের অন্য দেশের অর্থনীতির অবস্থা নিয়ে কথা বলা মানায় না।

Related articles

ওয়াক ফর প্যারালিম্পিকসে হাঁটলেন একাধিক বিশেষ ক্ষমতা সম্পন্ন অ্যাথলিটরা

প্রতিবছরের মতো এই বছরও হয়ে গেল সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে walk for paralympics পদযাত্রা। এই পদযত্রা শুরু হয়েছিল...

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...
Exit mobile version