বাতিল ভারত-শ্রীলঙ্কা সিরিজ, আন্তর্জাতিক ক্রিকেটে কবে ফিরবে বিরাটরা?

কোভিড পরিস্থিতির কারণে ভারত-শ্রীলঙ্কার মধ্যে টি-২০ ও একদিনের আন্তর্জাতিক সিরিজ বাতিল হল। উভয় বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে করোনার কারণে এখনই সিরিজ শুরু করা সম্ভব হচ্ছে না। সিরিজে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল। বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল জানিয়েছেন, একদিকে কোভিড পরিস্থিতি অন্যদিকে আন্তর্জাতিক উড়ান বন্ধ। এই পরিস্থিতির কারণে বিসিসিআই শ্রীলঙ্কা বোর্ডকে জানিয়ে দিয়েছে বর্তমান সিরিজ বাতিল হলেও ভবিষ্যতে সিরিজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে জুনের সিরিজ যে হবে না, তা বোঝাই গিয়েছিল। তার কারণ এখনও ভারতীয় দলের প্র্যাকটিস সেশন শুরুই হয়নি। প্র্যাকটিস শুরু করার চার থেকে ছয় সপ্তাহ পর ম্যাচ শুরু হতে পারে। তার আগে সরকার এবং স্বাস্থ্য দফতরের থেকে ছাড়পত্র নিতে হবে।

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ ৮ জুলাই শুরু হলেও ভারত কবে খেলায় ফিরবে তা আপাতত বিশ বাঁও জলে। একটি সূত্রের খবর অগাস্টে হয়তো ভারত আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে।

Previous articleরবিনসন স্ট্রিটের পুনরাবৃত্তি হাওড়ায়, ৩দিন বাবার মৃতদেহ আগলে বসে থাকল মেয়ে!
Next articleমনের ‘ঘুলঘুলি’তে ভূতের আনাগোনা!