Friday, August 22, 2025

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে সাহায্য করে আগেই ভিলেন থেকে হিরো হয়ে উঠেছেন বলিউড অভিনেতা সোনু সুদ।
কেউ সঙ্কটে পড়লে এগিয়ে এসেছেন । নামিদামী সব অভিনেতারা যখন শুধুই কিছু টাকা সাহায্য করেছেন, তখন সঙ্কটে পড়া মানুষের ত্রাতা হয়ে ব্যতিক্রমী হয়ে উঠেছেন সোনু সুদ। যার ফলে সাধারণ মানুষ যে কোনও অসুবিধে তাঁকে জানাতে দ্বিধা করছেন না।
এমনই একজন সম্প্রতি সোনুর সাহায্য চান তাঁর সদ্য বিপত্নীক হওয়া প্রতিবেশীকে বারাণসীতে গ্রামের বাড়ি পাঠানোর জন্য । তাঁর স্ত্রীর শেষ কাজ করার কথা শোনার পর সোনু শুধু তখনই জবাব দেননি, বাড়ি ফেরার সব ব্যবস্থাও করে দিয়েছেন।
জানা গিয়েছে, ওই ব্যক্তি টুইট করে বলেন, তাঁর প্রতিবেশী সীতারামের স্ত্রী প্রয়াত হয়েছেন । বারাণসীর বাড়িতে ফিরতে হবে শেষকৃত্যের জন্য। তাঁরা মোট তিনজন আছেন, সোনু ছাড়া আর কারও কথা তাঁদের মাথায় আসছে না। একমাত্র তিনিই এই পরিস্থিতিতে সাহায্য করতে পারেন।
সোনু তখনই জবাব দেন, আমি ওঁর জন্য দুঃখিত। কাল ওঁকে বাড়ি পাঠিয়ে দেব। শিগগিরই উনি পৌঁছে যাবেন।
এ প্রসঙ্গে কেউ কেউ রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা করেছেন । কিন্তুে অভিনেতা সাফ জানিয়েছেন, আমি রাজনীতির কেউ নই। যা করেছি সবই শ্রমিকদের প্রতি ভালবাসা থেকে। আমি চাই, তাঁরা পরিবারের সঙ্গে মিলিত হোন।
সোনুর এই সাহায্য পেয়ে রীতিমতো আপ্লুত ওই পরিবারের সদস্যরা ।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version