Wednesday, May 7, 2025

আমেরিকায় কর্মরত ভারতীয়দের মাথায় হাত! H-1B ভিসা বন্ধের ভাবনা ট্রাম্পের

Date:

H-1B ভিসা বন্ধের ভাবনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন যুক্তরাষ্ট্রে মহামারির আকার ধারণ করেছে নভেল করোনাভাইরাস। এর জেরে বহু সংস্থাই তাদের ঝাঁপ বন্ধ করেছে। ফলে সেদেশে বাড়ছে বেকারত্বের হার। এর মধ্যে যেসব ভারতীয় মার্কিন মুলুকে থেকে বিভিন্ন আইটি সংস্থায় কাজ করছিলেন তাঁদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে আমেরিকার প্রেসিডেন্টের সাম্প্রতিক ভাবনাচিন্তা। জানা গিয়েছে, নিজেদের দেশে বেকারত্বের সংখ্যা যেভাবে বাড়ছে সেই পরিস্থিতি বিবেচনা করে এবার H-1B ভিসা সহ বেশ কয়েকটি চাকরিকালীন সময়ের জন্যে মঞ্জুর করা ভিসা বন্ধ করার বিষয়ে বিবেচনা করছেন তিনি। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল ট্রাম্প প্রশাসনের এক কর্তাব্যক্তির মন্তব্য তুলে ধরে জানিয়েছে যে, এই ধরণের ভিসা কর্মসূচি নিষিদ্ধ করার প্রস্তাবটি মার্কিন সরকারের নয়া অর্থবছর ১ অক্টোবর থেকেই কার্যকর করা হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি রিপোর্টে বলা হয়েছে, ‘এই নতুন সিদ্ধান্তের ফলে দেশের বাইরে থেকে আমেরিকায় কাজের সন্ধানে আসা নতুন H-1B ভিসাধারীদের নিষিদ্ধ ঘোষণা করা হবে। তবে এই কর্মসূচির আওতায় ইতিমধ্যেই মার্কিন মুলুকে কর্মরত ব্যক্তিদের উপর তেমন কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে যে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং প্রশাসন নানা দিক বিবেচনা করছে।

এই রিপোর্টে আরও বলা হয়েছে, এইচ -ওয়ান বি ভিসা ছাড়াও, এইচ -টু বি ভিসা স্বল্প মেয়াদের কাজের জন্য মঞ্জুর করা হয়। এবার সেটিও বন্ধ করার ভাবনা করছেন আমেরিকার প্রেসিডেন্ট।

ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের ফলে আমেরিকাতে চাকরির সন্ধানে থাকা হাজার হাজার ভারতীয়ের হাত থেকে কাজের সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ইতিমধ্যেই আমেরিকাতে কর্মরত ভারতীয়রা করোনা মহামারির কারণে অনেকেই চাকরি হারিয়েছেন।

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version