Wednesday, May 7, 2025

চার বছরে অনেকখানি পিছিয়ে গেল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের  র‌্যাঙ্কিং-এ ২০১৬-২০২০ সালের মধ্যে ১১থেকে ৫০-এ গিয়ে ঠেকল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়!
একাধিক ইস্যুতে বিতর্কে জড়িয়েছে এই বিশ্ববিদ্যালয় এই করণেই এমন ফল বলে মনে করা হচ্ছে ।
NIRF র‌্যাঙ্কিং অনুসারে বিশ্ববিদ্যালয়ের তালিকা
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের র‌্যাঙ্কিং-এ চলতি বছরে প্রথম ১০০-র মধ্যে রয়েছে আইআইটি খড়্গপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান।
গত বছর এই তালিকায় ৩৭ নম্বরে নাম ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। এবার তা পিছিয়ে ৫০। তাদের পয়েন্ট ৪৬.৫৮।

২০১৬-২০২০ কত নম্বরে বিশ্বভারতী NIRF-এর তালিকা অনুসারে বিশ্বভারতীর পরিসংখ্যান বলছে
১)২০১৬ সালে NIRF-এর রিপোর্ট অনুসারে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্থান ছিল ১১তে।
২)২০১৭ সালে তা পিছিয়ে হয় ১৯
৩)২০১৮ সালে ৩১
৪) ২০১৯ সালে ৩৭ ৫) ২০২০ সালে তা পিছিয়ে হল ৫০

বাংলার বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে প্রথম ১০০-য় রয়েছে রাজ্যের পাঁচটি বিশ্ববিদ্যালয়। যাদবপুর, কলকাতা, বিশ্বভারতী, কল্যাণী এবং বর্ধমান। যাদবপুর পঞ্চমে। কলকাতা সপ্তমে। যাদবপুর গত বছরের তুলনায় এক ধাপ এগিয়েছে, অন্যদিকে কলকাতা দু’ধাপ নেমে গিয়েছে। কিন্তু বিশ্বভারতী পিছিয়ে অনেকটাই।

বর্তমানে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি ২০১৮ সালের à§® নভেম্বর উপাচার্য পদে দায়িত্ব নেন।  অধ্যাপক কিশোর ভট্টাচার্য বলছেন, “উপাচার্য সুশান্ত দত্ত গুপ্তের পর দীর্ঘদিন বিশ্বভারতীতে কোনও স্থায়ী উপাচার্য ছিলেন না। বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য হিসাবে দায়িত্বগ্রহণ করার পর বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার সব রকম ভাবে চেষ্টা করছেন । নিশ্চয়ই আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারব।” তবে এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া দেননি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version