কৃষ্ণাঙ্গ হত্যার বিরুদ্ধে মার্কিন তথ্যকেন্দ্রের সামনে শুক্রবার বামেদের বিক্ষোভ। আর সেই সময় বৃষ্টি।

পরের দৃশ্য, নীল সাদা ছাতার নিচে বিমান বসু।
স্বভাবতই এন্তার কটাক্ষ। তৃণমূল, বিজেপি, সব পক্ষের চিমটি।
কংগ্রেস নীরব।
বাম শিবিরের বক্তব্য, এই কটাক্ষ বোকা বোকা। ছাতার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।
তবে দলের একাংশ মানছেন কমরেডদের সতর্ক থাকা উচিত ছিল। কারণ এই রং আর ছাতা তো একটি দলের প্রচারের উপকরণ।
