Friday, November 7, 2025

ভারতের বিশ্বকাপ জয় নিয়ে বলিউডে তৈরি হয়েছে ছবি ছবির নাম ’83’ । ছবিটিতে সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন কপিল দেবের মেয়ে আমিয়া দেব। পরিচালক কবীর বেদীর সহকারীর ভূমিকায় কাজ করেছেন তিনি। কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছবিটির শুটিং হয়েছে স্কটল্যান্ড লন্ডন-সহ বিভিন্ন জায়গায় । মুক্তির কথা ছিল গত 10 এপ্রিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে যায় এই স্পোর্টস ড্রামার মুক্তি। অভিনেতা রণবীর সিং ছবি মুক্তি পিছিয়ে যাওয়ার পর টুইট করেছিলেন। বলেন, ভক্তরা যেন সঙ্গে থাকেন।

ছবি তো তৈরি আছে। শুধু অপেক্ষা আগামী নোটিসের। তারপরই দেখা যাবে হিন্দি ছবি ’83’। তবে পর্দার পিছনে কাজ করলেও এই ছবির বিশেষ আকর্ষণ কপিল কন্যা আমিয়া । সিনেমাটির প্রযোজনা সংস্থার এক সূত্র বলেছে, ‘আমিয়া কেবল কলেজ শেষ করল।

আর দশজন মেধাবী যেমন অনেক কিছু করতে চায়, সেও তা করছে। সে অনেক সাহায্য করছে। সিনেমার বিষয় সম্বন্ধে সে জানে, সব ক্রিকেটারকে জানে এবং তাঁদের সঙ্গে যেকোনো সময় যোগাযোগও করতে পারে। শেখার ব্যাপারে সে ভীষণ আগ্রহী।’ অনেকে মনে করছেন সিনেমায় নামার আগে পরিচালনায় হাত পাকানোর চেষ্টা করছেন কপিলের মেয়ে।

১৯৮৩ বিশ্বকাপের কিছুকাল আগে ভারতের নেতৃত্বভার পেয়েছিলেন কপিল। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে ভারত বিশ্বকাপ জিতে সবাইকে চমকে দিয়েছিল। তুলনামূলক দুর্বল দল নিয়েও ফাইনালে তখনকার পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল কপিলের দল।

বিশ্লেষকেরা মনে করেন, কপিলের নেতৃত্বে সেই জয় ভারতীয় জাতি নিয়ে বাইরের বিশ্বের মানসিকতা পাল্টে দিয়েছিল।

এ বিষয় নিয়েই সিনেমার গল্প—জানিয়েছে সংবাদমাধ্যম। আর এই সিনেমায় কপিল ও তাঁর মেয়ের উপস্থিতি যে আলাদা মাত্রা যোগ করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ভক্তরা শুধু ছবি মুক্তির অপেক্ষায়।

 

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...
Exit mobile version