নতুন বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় রেল। বৈদ্যুতিন লাইনে ডবল-স্ট্যাক কন্টেনার ট্রেন চালিয়েছে পশ্চিম রেল। রেল সূত্রে খবর, এই ধরনের ট্রেন পরিবেশের পক্ষে উপযোগী এবং যাতায়াতের জন্য অনেক কম সময় ব্যয় হয়।
লকডাউনে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকলেও, চালু রাখা হয় পণ্যবাহী ট্রেন পরিষেবা। গুজরাতের পালনপুর থেকে বোটাডের মধ্যে এই ডবল-ডেকার কন্টেনার ট্রেন চালানো হয়। বিবৃতি জারি করে ভারতীয় রেল জানিয়েছে, বিশ্বের মধ্যে প্রথম বৈদ্যুতিন সংযোগের মাধ্যমে ডবল-স্টেক কন্টেনার ট্রেন চালানো হলো। ১০ জুন এই ট্রেন চালানো হয়। এই ট্রেনের মাধ্যমে অনেক দ্রুত পণ্য পরিবহন করা সম্ভব হয়।