রাজ্যসভার সাংসদদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রেল মন্ত্রক। রাজ্যসভার কোনও সাংসদ এবার থেকে যদি রেলের টিকিট কেটে যাত্রা না করেন তাহলে সাংসদকেই টিকিট বাতিল করতে হবে, নতুবা টিকেটের দাম দিতে হবে।
কেন? রাজ্যসভার সচিবালয়ের কাছে বারবার অভিযোগ আসছিল একসঙ্গে অনেকগুলি টিকিট কেটে রাখছেন রাজ্যসভার সাংসদরা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত তাঁরা ট্রেনে যাত্রা করছেন না। আবার টিকিট বাতিল না করায় সেই আসন অন্য যাত্রীদেরও বিক্রি করতে পারছে না রেল। খরচ দিতে হচ্ছে রেলমন্ত্রককে। সরেজমিনে তদন্ত করে এই ঘটনার প্রমাণ পেয়েছেন রেল কর্তারা। তারপরেই এই সিদ্ধান্ত।
নিয়ম অনুযায়ী সব সাংসদই রেল সফরের জন্য প্রথম শ্রেণির এসি পাস পান। তিনি দেশের যে কোনও প্রান্তে সফর করতে পারেন। সাংসদের এক সহকারিও এসি টু টায়ারে বিনামূল্যে সফর করতে পারেন। সাংসদের স্ত্রীও ট্রেন সফরের ক্ষেত্রে সাংসদের সমান সুবিধা পান। ২০১৯-২০ আর্থিক বছরে রাজ্যসভাকে ৪ কোটির বিল পাঠিয়েছিল রেলমন্ত্রক। টিকিটের দামের এক-তৃতীয়াংশ রাজ্যসভাকে দিতে হয়। রাজ্যসভার চাইতে লোকসভার বিল প্রায় তিন গুণ বেশি হওয়ার কথা। রাজ্যসভার বাজেট থেকে এই অপচয় কমানোর অনুরোধ করা হয়েছে। যে টিকিটগুলি ব্যবহার করা হবে না সেগুলো বাতিল করে দিতে বলা হয়েছে। সচিবালয় তাই নির্দেশ দিয়েছে সাংসদরা টিকিট ক্যানসেল না করলে সেই খরচ তাদেরই মেটাতে হবে। এর আগে রাজ্যসভার চেয়ারম্যান খরচ কমাতে সাংসদদের বিদেশ সফর বাতিল করেছিলেন এবং নতুন গাড়ি কেনার পর এক বছরের নিষেধাজ্ঞা লাগু করেন।