Thursday, December 4, 2025

ভাঙন রোধে ১৫০০ কোটির পরিকল্পনায় ভ্রুক্ষেপ নেই, হয়নি ড্রেজিং: কেন্দ্রকে ফের দুষলেন মুখ্যমন্ত্রী

Date:

বারবার জানানো সত্ত্বেও আজও ফরাক্কায় ড্রেজিং হয়নি। যার ফলে গঙ্গাভাঙনে ভিটে-মাটি খোয়াতে হচ্ছে মালদহ ও মুর্শিদাবাদের বাসিন্দাদের। শুধু ফারাক্কা নয়, বুধবার মুর্শিদাবাদের বহরমপুরে জনসভা থেকে ডিভিসি নিয়েও কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। তিনি বলেন, নদীভাঙন(River erosion) রুখতে ১৫০০ কোটি টাকার পরিকল্পনা পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। কিন্তু কেন্দ্র কোনও উত্তর দেয়নি।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলার ১০০ দিনের টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, বাংলার বাড়ির টাকা বন্ধ। তবু আমরা নিজেদের টাকায় ১৮৯টি কাজ সম্পন্ন করেছি। ১৩৬ কোটি টাকা ব্যয়ে নদীভাঙন রোধে ১৭টি প্রকল্প চালু হয়েছে। বরাদ্দ করা হয়েছে আরও ২০০ কোটি টাকা। আর কেন্দ্র হাট গুটিয়ে বসে আছে।

মুখ্যমন্ত্রীর কথায়, মালদহ ও মুর্শিদাবাদে ভাঙন(River erosion) বড় সমস্যা। কেন্দ্রের অধীনে গঙ্গাভাঙন রোধ ও বন্যার জল নিয়ন্ত্রণ। কেন্দ্রের সঙ্গে ফরাক্কায় ড্রেজিংয়ের কথা হয়েছিল। ৭০০ কোটি টাকা দেবে বলেছিল। আজও তা দেয়নি। আমরাও করতে পারিনি। ওরাও করে না। তাই মানুষের সমস্যা হয়।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ১২ হাজার ১১৬ বিঘা জমি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। প্রকৃতি আমাদের হাতে নেই, নদী আমাদের হাতে নেই। দুর্যোগ হলে মানুষের দুর্ভোগ হয়। কিন্তু কেন্দ্র সরকার মানুষের সেই দুর্ভোগের কথা বোঝে না। ফরাক্কার জল বাংলাদেশকে যখন দেওয়া হয়েছিল, তখনই চুক্তি হয়েছিল সেখানে ড্রেজিং করা হবে। আজ পর্যন্ত তা হয়নি। ফরাক্কার অঞ্চলের মানুষের এই সমস্যা কেন্দ্র সরকারের জন্য।

Related articles

বিজেপিকে শূন্য করে দিন: SIR থেকে পুশব্যাক- মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ মমতার

SIR থেকে পুশব্যাক- মোদি-শাহের বিরুদ্ধে একের পর এক ইস্যু তুলে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

শারীরিক প্রতিবদ্ধকতাকে হারিয়ে সফল দাবা প্রশিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কার পেলেন যুধাজিৎ

শারীরিক প্রতিবদ্ধকতাকে হেলায় হারাচ্ছেন মগাজাস্ত্রের চালে। দৃষ্টিহীন হয়েও দাবার প্রতি ভালোবাসা কমেনি উত্তরপাড়ার যুধাজিৎ দে-র(Judhajit Dey )।  নিজে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৪ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়: নাম না করে হুমায়ুনকে নিশানা মমতার, বহরমপুরের সভায় সম্প্রীতির বার্তা

মুর্শিদাবাদের বহরমপুরে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভার আগেই দল থেকে সাসপেন্ড করা হয় ভরতপুরের বিধায়ক...
Exit mobile version