লাল বলে ভরাডুবির পর এবার সাদা বলেও অশনি সংকেত। রাঁচিতে প্রথম একদিনের(ODI) ম্যাচে জয় পাওয়ায় ভারতীয় দলের ভুল ত্রুটি চাপা পড়ে গিয়েছিল। কিন্ত রায়পুরে বড় রান করেও হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কয়েক মাস পরেই ওডিআই ফর্ম্যাটেও স্বস্তিতে নেই টিম ইন্ডিয়া।
বিরাট কোহলির শতরানের স্কোর বোর্ডে বড় রান তুলতে সক্ষম হচ্ছে ভারত। কিন্তু ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে ফিনিশারের(Finisher) অভাব রয়েছে। ধোনির অবসরের পর ভারতীয় দলে নির্ভরযোগ্য ফিনিশার(Finisher) পাওয়া যাচ্ছে না। হার্দিক পাণ্ডিয়া চোট আঘাতে জর্জরিত, ফলে তাঁকে পাওয়া যাচ্ছে না। রায়পুরের ম্যাচে ২০ থেকে ২৫ রান কম হল না। ওয়াশিংটন সুন্দর ১ রানে , জাদেজা ২৪ বলে ২৭ রান করলেন। রাহুল অপরাজিত ৬৬ রান করলেন। কিন্তু পারফেক্ট ফিনিশার হতে পারলেন না। ফলে ৩৫৮ রানের বেশি তুলতে পারল না।
বর্তমানে সাদা বলের ফর্ম্যাটে এখন প্রথম থেকেই চালিয়ে খেলতে হয়। ফলে ফিনিশার হিসাবে রিঙ্কু সিং, রিয়ান পরাগকে সুযোগ পেতেই পারেন। বোলিং নিয়েও ভারতকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। জসপ্রীত বুমরাহকে না থাকায় ভারতীয় পেস বোলিংয়ে অভিজ্ঞতার অভাব রয়েছে। প্রসিদ্ধ, অর্শদীপরা ৩৫৮ রান আগলে রাখতে পারছেন না।
গম্ভীর বরাবরই একদিনের দলে একটা শক্তিশালী, নির্দিষ্ট কাঠামোর দাবি জানিয়ে এসেছেন। কিন্তু রায়পুরের ম্যাচ প্রমাণ করে দিল একদিনের ক্রিকেটে ‘ডেথ ওভার’ স্ট্র্যাটেজি এখনও অনির্দিষ্ট, অগোছালো ও ব্যাটিং–রোলে স্পষ্টতা নেই।
–
–
–
–
