জিওর তরফে ফের সুখবর! গ্রাহকরা বিনামূল্যে পাবেন অ্যামাজন প্রাইম মেম্বারশিপ

একের পর এক আকর্ষণীয় অফারের ঘোষণা করেই চলেছে মুকেশ আম্বানির কোম্পানি। আবার এল নতুন চমক। এবার গ্রাহকরা বিনামূল্যে পাবেন অ্যামাজন প্রাইমের এক বছরের মেম্বারশিপ। জিও ফাইবার ইউজারাই পাবে এই সুযোগ।

নিখরচায় জনপ্রিয় এই ডিজিটাল প্ল্যাটফর্মে আগামী এক বছর সমস্ত প্রোগ্রাম কোনও খরচ ছাড়াই উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এই প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ, অরিজিন্যালস, সিনেমা ইত্যাদি দেখতে ৯৯৯ টাকার মেম্বারশিপ মূল্য লাগে। সংস্থা সূত্রে খবর, গোল্ড অথবা তার চেয়ে বেশি মূল্যের যে প্ল্যান রয়েছে, তাতে রিচার্জ করলেই এক বছর সব বিনোদনের জন্য আলাদা করে ৯৯৯ টাকা খরচ করার প্রয়োজন হবে না। কিন্তু যাঁরা ইতিমধ্যেই গোল্ড কিংবা তার চেয়ে উপরের প্ল্যানে রিচার্জ করে ফেলেছেন তাঁরাও এই অফারটি উপভোগ করতে পারবেন।

Previous articleআগামী সপ্তাহ থেকেই শহরে মিলবে এক কামরার ট্রাম পরিষেবা
Next articleইন্দো-চিন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানালেন সেনাপ্রধান