ইন্দো-চিন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, জানালেন সেনাপ্রধান

লাদাখে ইন্দো-চিন সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দ্বিপাক্ষিক আলোচনার মাধ‍্যমে সমস‍্যার ক্ষেত্রগুলি নিষ্পত্তির চেষ্টা হচ্ছে। কমান্ডার পর্যায়ের আলোচনা চলছে। আলোচনার অগগতি ইতিবাচক। লাদাখে ইন্দো-চিন সীমান্ত বিতর্ক নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানালেন ভারতের সেনাপ্রধান জেনারেল নারাভানে। একইসঙ্গে তিনি বলেন, সীমান্ত নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট। আমরা আমাদের অবস্থান দৃঢ়ভাবে বজায় রেখে আলোচনার মাধ্যমে সমস‍্যা সমাধানের পক্ষপাতী।

এদিকে লাদাখ পরিস্থিতি নিয়ে আলোচনার মধ‍্যে শুক্রবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে পূর্ব লাদাখ, সিকিমের এলএসি, উত্তরাখণ্ড ও অরুণাচল সীমান্তের সামরিক বন্দোবস্ত খতিয়ে দেখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Previous articleজিওর তরফে ফের সুখবর! গ্রাহকরা বিনামূল্যে পাবেন অ্যামাজন প্রাইম মেম্বারশিপ
Next articleসিবিএসই পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিভাবকরা