ফের পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ ব্রুকস! ক্ষোভে ফুঁসছে প্রতিবাদীরা

আমেরিকায় এখনও নেভেনি কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদের আগুন। তার মধ্যেই ফের পুলিশের গুলিতে নিহত আরেক কৃষ্ণাঙ্গ। এবারের ঘটনা আটলান্টায়। জানা গিয়েছে, গ্রেফতারের সময় পুলিশের গুলিতেই নিহত হয়েছে ওই কৃষ্ণাঙ্গ যুবক। ফের সামনে আসলো পুলিশের বর্বরতার আচরণ।

সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে ২৭ বছর বয়সী রেয়শার্ড ব্রুকসকে হত্যা করা হয়। সকাল থেকেই সেই স্থান ঘিরে চলে প্রতিবাদ। অবরোধ করা হয় একটি আন্তঃরাজ্য মহাসড়ক। ঘটনার জেরে মেয়র কেইশা ল্যান্স বটমস পুলিশ চিফ এরিকা শিল্ডসের পদত্যাগের ঘোষণা করেন।

কী ঘটেছিল শুক্রবার রাতে?

রেয়শার্ড ব্রুকস গভীর রাতে ওয়েন্ডির একটি ফাস্টফুড রেস্তোঁরার কাছে নিজের গাড়িতেই ঘুমিয়ে ছিলেন। ব্রুকস রাতে গাড়িতে ঘুমিয়ে থাকায় অন্যান্য গ্রাহকদের ওই ফাস্টফুডের দোকানে যাতায়াতের অসুবিধা হচ্ছিল। এই নিয়ে রেস্তোরাঁর কর্মীরা পুলিশকে ফোন করে অভিযোগ। এরপরে তদন্তে নেমে পুলিশ তাঁকে গ্রেফতার করতে গেলে ব্রুকস তাঁদের বাধা দেয়। এরপর এক বিবৃতি প্রকাশ করে বলা হয় যে, সার্ভিলিয়েন্স ভিডিওতে দেখা গিয়েছে, অফিসারদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি চলাকালীন ব্রুকস এক পুলিশকর্মীর বন্দুক কেড়ে নেয় এবং পালাতে চেষ্টা করে। অফিসাররা ব্রুকসকে তাড়া করলে ব্রুকস পুলিশের দিকে বন্দুক তাক করে। তখনই গুলি চালাতে বাধ্য হন এক পুলিশকর্মী। পরে ব্রুকসকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অস্ত্রোপচারের পরে তিনি মারা যান। জানা গিয়েছে, ঘটনায় একজন পুলিশ কর্তাও আহত হয়েছেন।

এই ঘটনা যে আরও একবার বর্ণবৈষম্যের প্রতিবাদকে জাগিয়ে তুলছে তা আর বলার অপেক্ষা রাখে না। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পর রেয়শার্ড ব্রুকস।