Monday, November 17, 2025

বিজেপির ভার্চুয়াল সভার পাল্টা দাওয়াই: বাড়ি বাড়ি জনসংযোগ অনুব্রতর

Date:

করোনাভাইরাস আবহেও ভার্চুয়াল সভা করে ইতিমধ্যেই 2021 সালে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। পিছিয়ে নেই শাসকদলও। ভার্চুয়াল সভার পাল্টা হিসেবে বাড়ি বাড়ি গিয়ে সরকারের সাফল্য এবং কেন্দ্র সরকারের ব্যর্থতা নিয়ে প্রচার শুরু করতে চলেছে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সেই কর্মসূচি সফল করতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ শুরু হয়েছে।

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল রবিবার সিউড়ি 2 ব্লকের পুরোন্দপুর এ সাংগঠনিক সভা করেন। তাঁর অভিযোগ,”মাত্রাহীন মিথ্যাচারের আশ্রয় নিয়েছে বিজেপি। আমফানে ক্ষতিগ্রস্ত বাংলাকে নামমাত্র সাহায্য করেছে তারা। বাংলার মানুষকে বিজেপি কুকুর-ছাগলের সঙ্গে তুলনা করছে। বাংলায় রেশনের চাল নাকি কুকুর ছাগলের খাবার যোগ্য মানুষের নয়। এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে সতর্ক করবে”। সভা থেকেই জেলার 167 গ্রাম পঞ্চায়েতে পর্যবেক্ষক নিয়োগ ঘোষণা করেন অনুব্রত। যেহেতু করোনা পরিস্থিতিতে বড় জনসভা বর্তমান পরিস্থিতিতে সম্ভব নয়। সেই বিষয়টি লক্ষ্য রেখে বাড়ি বাড়ি জনসংযোগের জোর দিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্র সরকারের ব্যর্থতা ও রাজ্য সরকারের সাফল্য নিয়ে প্রচার করা হবে। নিযুক্ত পর্যবেক্ষকরা সেই কর্মসূচি তদারকি করবেন বলে তৃণমূল সূত্রে খবর। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী বছরই বাংলায় বিধানসভা নির্বাচন।
ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা‌‌হ রাজ্য নেতৃত্বে ভার্চুয়াল সভা করে বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছেন। বিজেপির সেই কর্মসূচির পাল্টা হিসেবে পর্যবেক্ষক নিয়োগ তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে। এছাড়া জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এদিন দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এক লক্ষ বাড়ি এসেছে আবাস যোজনাতে। তাতে যদি কোন দলীয় কর্মী দুর্নীতিতে জড়িয়ে যান তাহলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related articles

কল্যাণের বোমা-বন্দুক অভিযোগ! রাজভবনে পুলিশ-বম্ব স্কোয়াড নিয়ে বিস্ফোরক খুঁজবেন রাজ্যপাল

বোমা-বন্দুক মজুত রাখা নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) তোলা অভিযোগের প্রেক্ষিতে রাজভবনে (Raj Bhavan) বিশেষ তল্লাশি...

বিতর্কে জর্জরিত কেরলের প্রথম মহিলা ডিজিপি এবার পঞ্চায়েতে বিজেপি প্রার্থী

বিতর্ক তাঁর পিছু ছাড়েনি! একসময়ের কেরালার দুঁদে আইপিএস, 'রেইড শ্রীলেখা' এখন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত জয়ের স্বপ্ন...

সাজঘরে ক্রিকেটারদের ধমক কোচের! দায় এড়াতে পারবেন না গুরু গম্ভীরও

ইডেনে পছন্দের পিচে হারের পরই বদলে গিয়েছে ভারতীয় দলের পরিবেশ। থমথমে পরিবেশ ভারতীয় দলের। শোনা যাচ্ছে  ম্যাচের পর...

অযোগ্যদের ইন্টারভিউয়ে ডাক! একাদশ-দ্বাদশের ফল নিয়ে অভিযোগে হাই কোর্টে ফের মামলা

বিতর্ক আর মামলা পিছু ছাড়ছে না এসএসসি-র। সদ্য SSC ২০২৫-এর একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হয়েছে। এবার সেই ফল নিয়ে...
Exit mobile version