Saturday, May 17, 2025

এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। পর্দায় ফুটিয়ে তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনির জীবন কাহিনী। সেই সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়াও। বলিউড অভিনেতার মৃত্যুতে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা।

টুইটারে শচীন তেন্ডুলকর লিখেছেন, ” সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে হতবাক এবং দুঃখিত। একজন তরুণ ও প্রতিভাবান অভিনেতা। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল। আত্মার শান্তি কামনা করি।”

 

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি লিখলেন, “সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর সংবাদ শুনে আমি হতবাক। মেনে নেওয়া কঠিন। তাঁর আত্মার শান্তি কামনা করি। ভগবান যেন তাঁর পরিবার ও বন্ধুদের সব শক্তি দেন।”

 

সুরেশ রায়না তার টুইটার হ্যান্ডেলে লেখেন, “মাহির বায়োপিকের জন্য আমরা একসঙ্গে সময় কাটিয়েছি। একজন সুদর্শন, সদা হাসি মুখ অভিনেতাকে হারালাম।

এদিন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুসংবাদ পেয়ে স্মৃতি রোমন্থন করেছেন ইরফান পাঠান। টুইটারে তিনি লেখেন, “শেষবার তাজ হোটেলের জিমে দেখা হয়েছিল। কেদারনাথ ছবিতে কাজের জন্য অভিবাদন জানিয়েছিলাম। সে সময় আমাকে ছিছরে দেখার জন্য অনুরোধ করেছিল।”

“অত্যন্ত বেদনাদায়ক খবর। বেশ কয়েকবার ওঁর সঙ্গে দেখা হয়েছে। সদা হাসি মুখ ছিল ওঁর।” টুইটারে লিখলেন হার্দিক পান্ডিয়া।

মহম্মদ সামি লিখেছেন “হতবাক এবং একই সঙ্গে বেদনাদায়ক ঘটনা। একজন ভালো অভিনেতা খুব তাড়াতাড়ি চলে গেলেন। আমাদের দেখা হওয়ার মুহূর্তগুলো মনে থাকবে।”

একইভাবে শোকস্তব্ধ মহম্মদ কাইফ। প্রাক্তন ক্রিকেটার টুইটারে লেখেন ” হাসি মুখের পিছনে অনেক ভাবনা নিয়ে যুদ্ধ হয়েছে। মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। মনে রাখবেন এমন মানুষ আছেন যারা আপনাকে ভালবাসে।”

Related articles

রাজ্যজুড়ে পালিত হবে শহিদতর্পণ, আজ থেকে পথে নামছে তৃণমূল

অপারেশন সিন্দুর-এর মধ্যে দিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতীয় সেনা (Indian Army)। দলমত নির্বিশেষে গোটা দেশ সেনার সেই...

বর্ষার বিপর্যয় ঠেকাতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নবান্নের

বাংলা জুড়ে তাপপ্রবাহের (Heatwave)দাপট থাকলেও আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা ঢুকেছে। রাজ্যের বিভিন্ন জেলায় বিকেল সন্ধ্যার দিকে মাঝেমধ্যেই...

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...
Exit mobile version