Friday, July 4, 2025

কোভিড ১৯ সন্দেহে ভর্তি রোগীর মৃত্যুতে লালারস পরীক্ষা নয়, সিদ্ধান্ত এনআরএস-এর

Date:

করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি কোনও রোগীর মৃত্যু হলে আর তাঁর লালারসের পরীক্ষা হবে না। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীকল্যাণ সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা সন্দেহে ভর্তি হচ্ছেন বহু রোগী। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে নমুনা পরীক্ষা পাঠানোর আগেই মৃত্যু হচ্ছে তাঁর। এসব দেহ আটকে রেখে নমুনা পরীক্ষা হচ্ছে। রিপোর্ট এলে তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এই গোটা প্রক্রিয়াটি যথেষ্ট সময় সাপেক্ষ। ফলে মর্গে জমছে একাধিক দেহ। আবার সব ক্ষেত্রেই যে রিপোর্ট পজিটিভ আসছে তাও নয়। গোটা প্রক্রিয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সংশ্লিষ্ট রোগীর পরিবার। সবদিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতালের রোগী কল্যাণ সমিতি। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শান্তনু সেন জানান, আগামীতে নমুনা পরীক্ষার আগেই করোনা সন্দেহে ভর্তি কোনও রোগীর মৃত্যু হলে তাঁর লালারস পরীক্ষা হবে না।

তিনি জানিয়েছেন, নমুনা পরীক্ষার আগে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি কোনও রোগীর এনআরএস হাসপাতালে মৃত্যু হলে, কোভিডে মৃতের মতো করেই তাঁর দেহ সৎকারের ব্যবস্থা করা হবে। পাশাপাশি মৃতের পরিবার ও তাঁর সংস্পর্শে আসা প্রত্যেকের নমুনা পরীক্ষা হবে। এতে মৃতের পরিবারের হয়রানির পাশাপাশি জটিলতা অনেক কমবে বলে মনে করা হচ্ছে।

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version