কেন আত্মঘাতী সুশান্ত সিং রাজপুত? লকডাউনে একা থাকার চাপ নিতে পারেননি? না মানসিক অবসাদের রোগই শেষ পর্যন্ত টেনে নিয়ে গেল জীবনের শেষ প্রান্তে? বিগত দুদিন ধরে তিনি বন্ধুদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। সকালে বাড়ির পরিচারক পুলিশে ফোন করেন। পুলিশ এসে দরজা ভেঙে সুশান্তের দেহ উদ্ধার করে। ঘনিষ্ঠরা বলছেন, যেভাবে তাঁর কেরিয়ার শুরু হয়, তা ক্রমশ খারাপ হতে থাকে। হাতে প্রায় ছবি ছিল না। কথায়-বার্তায় মাঝে মধ্যেই বেরিয়ে আসত। সেই হতাশাই তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিল?
